পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"খুব অল্প বয়সেই ড্রাগের নেশা শুরু করি", ভিডিয়োতে নিজেই বলেছিলেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

বলিউডে ড্রাগ চক্র নিয়ে এত বড় বড় কথা, সবাইয়ের মুখোশ খুলে দেওয়ার হুমকি, রিয়া চক্রবর্তীর মাদকাসক্তি নিয়ে বিরোধীতা....সংবাদমাধ্যম জুড়ে কঙ্গনাকে এভাবেই দেখছি আমরা । তবে এই বছরেই মার্চ মাসে শেয়ার করা একটি ভিডিয়োতে কঙ্গনা নিজে মুখে শেয়ার করেন যে, "খুব অল্প বয়সেই ড্রাগের নেশা করা শুরু করি" ।

kangana ranaut on her drug addiction
kangana ranaut on her drug addiction

By

Published : Sep 11, 2020, 11:45 AM IST

Updated : Sep 11, 2020, 12:13 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত সবসময় নিজের করা ভুলগুলোর কথা স্বীকার করেন । একইসঙ্গে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেন । সম্প্রতি কঙ্গনা চ্যালেঞ্জ করেছেন যে, ড্রাগ পরীক্ষায় তাঁর শরীরে মাদকের কণা পাওয়া গেলেও তিনি চিরতরে মুম্বই ছাড়বেন । কতটা সত্যি তাঁর এই দাবি ?

কঙ্গনার ইনস্টাগ্রাম ঘাঁটতে গিয়ে একটি ভিডিয়ো খুঁজে পাওয়া গেল । এই বছরেই 29 মার্চ শেয়ার করা হয়েছে ভিডিয়োটি । সেখানে যোগাভ্যাসের উপকারিতা নিয়ে কথা বলছেন অভিনেত্রী । বলতে বলতে তিনি বলেন, "খুব অল্প বয়সেই আমি ড্রাগের নেশা শুরু করি । এমন এমন কাণ্ড ঘটে আমার জীবনে, এমন সব মানুষের সঙ্গে আমি জড়িয়ে পড়ি, যে মৃত্যুই আমার বাঁচার রাস্ত ছিল ।"

কঙ্গনা নিজেই স্বীকার করেন যে, তিনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন । অথচ তিনিই আবার মুম্বই পুলিশকে চ্যালেঞ্জ ছোড়েন যে, তাঁর শরীরে ড্রাগের কণাও পাওয়া গেলে তিনি মুম্বই ছাড়বেন চিরতরে । এটা তো স্পষ্ট মিথ্যে কথা, তাই নয় কি ?

কঙ্গনা এটাও বলেন যে, "আমার টিনএজেই এতকিছু হয়ে যায় । তার মানে বুঝে দেখুন আমি কি সাংঘাতিক ছিলাম !"...বলেই হেসে ফেলেন কঙ্গনা । সেই জীবন থেকে বেরিয়ে আসার রাস্তাও বলেন তিনি । যোগাভ্যাস করেই নতুন জীবন পেয়েছেন বলে দাবি অভিনেত্রীর ।

তাই বলে তো তাঁর অতীতটা মিথ্যে হয়ে যেতে পারে না । তিনি ড্রাগ অ্যাডিক্ট ছিলেন একটা সময়, আর সেটা নিজে মুখে স্বীকার করেন অভিনেত্রী । দেখে নিন কঙ্গনার ভিডিয়ো...

ভিডিয়ো..
Last Updated : Sep 11, 2020, 12:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details