মুম্বই : প্রজাতন্ত্র দিবসের ব়্যালিতে রাম মন্দিরের মডেল । গত 600 বছরে যেটা হয়নি, সেটা সম্ভব হল এইবার..দেখে উচ্ছ্বসিত কঙ্গনা রানাওয়াত ।
এতদিন ধরে এত লড়াইয়ের পর অবশেষে রাম মন্দির তৈরি হচ্ছে ভারতবর্ষে । এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে পেরে ভীষণ ভালো লাগছে রানাওয়াতের ।
তবে কঙ্গনা নিজের ভালোলাগাকে বেশিরভাগ সময় জোরালো বিতর্কিত মন্তব্যে প্রকাশ করেন । এবারও তার ব্যতিক্রম হল না । টুইটারে কঙ্গনা লিখলেন, "নিজের দেশেই হিন্দুরা গোলাম ছিল এতদিন । আজ স্বতন্ত্র হল ।"
"গোলাম" লেখার যুক্তি হিসেবে অভিনেত্রী জানিয়েছেন, "হিন্দি আর সংস্কৃততে গোলামের কোনও প্রতিশব্দ নেই । আর দাস বলতে স্বেচ্ছাসেবকদের বোঝানো হয় ।"
দেখে নিন কঙ্গনা টুইট...