পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ইতিহাসের জ্ঞান বাড়াতে ইউরোপ ঘুরেছিলেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের থ্রোব্যাক ছবি

ইতিহাস নিয়ে বরাবরই উৎসাহী কঙ্গনা রানাওয়াত । ক্যারিয়ারের শুরুতে ইতিহাস নিয়ে জ্ঞান বাড়াতে ইউরোপ ঘুরে বেরিয়েছিলেন অভিনেত্রী । সোশাল মিডিয়া থ্রোব্যাক ছবি শেয়ার ।

kangna ranaut in europe
kangna ranaut in europe

By

Published : Apr 26, 2020, 6:39 PM IST

মুম্বই : লকডাউনে বাড়িবন্দী সবাই । নতুন কোনও ইভেন্ট নেই, নেই ফোটোশুট, ফিল্ম রিলিজ়েরও সম্ভাবনা নেই । তাই নিজেদের ঝুলি থেকে থ্রোব্য়াক ছবি শেয়ার করছেন তারকারা । ঠিক যেমন করলেন কঙ্গনা ।

কঙ্গনা নিজে করেননি, করেছে তাঁর টিম । অল্পবয়সী কঙ্গনার কয়েকটি থ্রোব্যাক ছবি । ইউরোপের বিভিন্ন জায়গায় তোলা সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ।

ক্যাপশনে লেখা, "মেজর থ্রোব্যাক : ভ্রমণপিপাষু কঙ্গনা 2008 সালে শিল্প-ইতিহাস আর ওয়াইন সম্পর্কে জানতে পুরো ইউরোপ ঘুরে বেড়াচ্ছে । যতদিন না আমরা এভাবে ঘুরে বেড়াতে পারছি, ততদিন রবিবারগুলোতে এইসব পুরোনো স্মৃতি ফিরে দেখা ।"

আপাতত কঙ্গনা মানালিতে রয়েছেন পরিবারের সঙ্গে । তাঁর দিদি রঙ্গোলি চান্দেলের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়ছে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে ।

দিদিকে সমর্থন করায় কঙ্গনার বিরুদ্ধেও করা হয়েছে পুলিশি অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details