মুম্বই : কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেলের একটি ছেলে আছে । আচমকা তাকে দেখলে মনে হবে ছোট্ট কঙ্গনা যেন । সেই একই মুখের আদল, হাসি, চুলের কার্ল, গায়ের রং । ছোট্ট বোনপোকে নিয়ে মজার পোস্ট করলেন অভিনেত্রী ।
বোনপোকে কোলে নিয়ে বসে কঙ্গনা..মাসি আর বোনপো দু'জনেই হাসছে খিলখিলিয়ে । সে এক মজার মুহূর্ত !
ছবিটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "একটা ছোট্ট ছেলে, যে আমার মুখের আদল চুরি করে নিয়েছে, আমার হাসি, আমার চুলের কার্ল, আমার মন অবধি চুরি করে নিয়েছে । সেই ছেলেটাকে কেউ কিছু বলে না কেন ?"
একটি প্রেসমিটে এসে কঙ্গনা নিজেই বলেছিলেন যে, বোনপো হওয়ার পর নিজের সঙ্গে এত মিল খুঁজে পেয়ে চমকে যান তিনি । দিদি রঙ্গোলি আবার আশঙ্কা করেন যে, মিডিয়ার লোকজন বোধহয় ভেবে বসবে ছেলেটি আসলে কঙ্গনারই । কঙ্গনাকে নিয়ে বিতর্কের তো কোনও শেষ নেই !
দেখে নিন পোস্ট...