পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বায়ুসেনা দিবসে শুভেচ্ছা টিম 'তেজস'-এর - kangana film Tejas

আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে তেজসের সামনে পাইলটের পোশাক পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর এই ছবির ক্যাপশনে লেখেন, "টিম 'তেজস'-এর তরফে ভারতীয় বায়ুসেনা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা । বায়ুসেনার বীরত্ব, বলিদানকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ।"

asd
sd

By

Published : Oct 8, 2020, 1:07 PM IST

মুম্বই : ভারতীয় বায়ুসেনা দিবস উপলক্ষ্যে আজ হিন্ডন ঘাঁটিতে বায়ুসেনার তরফে একটি ফ্লাই-পাস্টের আয়োজন করা হয় । আর বিশেষ দিনে ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানানো হয়েছে কঙ্গনা রানাওয়াতের আপকামিং ছবি 'তেজস'-এর তরফে ।

তেজস ভারতীয় বায়ুসেনার একটি যুদ্ধবিমান । আর সেই বিমানের নামেই ছবির নামকরণ করা হয়েছে । ছবিতে বায়ুসেনার একজন পাইলটের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে । 'তেজস'-এর মাধ্যমে এই ধরনের চরিত্রে প্রথমবার অভিনয় করছেন তিনি ।

আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে তেজসের সামনে পাইলটের পোশাক পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর এই ছবির ক্যাপশনে লেখেন, "টিম 'তেজস'-এর তরফে ভারতীয় বায়ুসেনা দিবসে সবাইকে অনেক শুভেচ্ছা । বায়ুসেনার বীরত্ব, বলিদানকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ।"

ডিসেম্বর থেকেই শুরু হবে 'তেজস'-এর শুটিং । সরবেশ মেওয়ারা পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে 2021 সালে ।

এর আগে শেষবার 'পাঙ্গা'-তে দেখা গিয়েছিল কঙ্গনাকে । সেখানে একজন কবাডি খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । পরিবার পাশে থাকলে যে কোনও কাজ সহজ হয় তাই তুলে ধরা হয়েছিল ছবিতে । বক্স অফিসে ভালোই ব্যবসা করে ছবিটি ।

'তেজস' ছাড়াও জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-তে অভিনয় করছেন কঙ্গনা । এর পাশাপাশি 'ধাকড়' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details