মানালি : 'থালাইভি'-র শুটিং নিয়ে ব্যস্থ ছিলেন কঙ্গনা রানাওয়াত । এতদিন হায়দরাবাদে শুটিং করছিলেন তিনি । গতকালই শেষ হয়েছে সেই ছবির শুটিং । তারপরই তড়িঘড়ি মানালিতে নিজের বাড়িতে চলে যান । এখন সেখানেই সময় কাটাচ্ছেন তিনি ।
'থালাইভি' ছবিতে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে । দেশে কোরোনা থাবা বসানোর আগেই শুরু হয়েছিল ছবির শুটিং । কিন্তু, তারপর লকডাউন জারি হওয়ায় শুটিং বন্ধ করে দেওয়া হয় । লকডাউন শিথিল হওয়ার পর সরকারের অনুমতি মতো সব বিধিনিষেধ মেনে শুরু হয় একাধিক ছবির শুটিং । হায়দরাবাদেও চলছিল 'থালাইভি'-র শুটিংয়ের কাজ ।
যার কারণে কয়েকদিনের জন্য হায়দরাবাদ এসেছিলেন কঙ্গনা । আর এই ছবির মাধ্যমে 7 মাস পর শুটিং ফ্লোরে ফেরেন তিনি । গতকালই শেষ হয়েছে শুটিং । আর তারপরই মানালিতে ফিরে যান তিনি । এরপর আজ সকালে বাড়িতে সময় কাটানোর একটা ভিডিয়ো টুইটারে পোস্ট করেন । সেখানে ঘরের মধ্যে সকালের রোদ এসেছে পড়েছে । আর দূরে দেখা যাচ্ছে পাহাড় ।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, "হায়দরাবাদের আবহাওয়া খুবই মনোরম ছিল । আর এবার ফিরে এসেছি হিমালয়ের শরতে । যা ধীরে ধীরে শীতের আগমনের বার্তা দিচ্ছে । যখন সূর্যের বিকিরণ চারিদিক উজ্জ্বল করে তোলে আর সকালের সূর্যের উত্তাপের সঙ্গে মিশে থাকে হালকা শীতলতা যা যে কাউকে মাতাল করে দেবে ।"