মানালি : শীতকালে পাহারের রঙই আলাদা । না, আক্ষরিক অর্থে হয়তো রঙিন নয় । তবে এই সময়ে পাহাড়ি এলাকাগুলোর আবেদনই অন্যরকম হয় । আর মানালি তো ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যার সৌন্দর্য ভাষায় ব্যক্ত করা যায় না ।
মানালির এই সৌন্দর্যে গা ভাসালেন কঙ্গনা রানাওয়াত । গায়ে রোদ মেখে এলোমেলো চুলে কয়েকটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী । ঠান্ডা পোশাক জড়িয়ে হাসিমুখে কয়েকটি সেলফি তুলেছেন তিনি ।