পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বিহারে কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্তম্ভিত কঙ্গনা

বিহারে এক কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার ঘটনায় স্তম্ভিত কঙ্গনা রানাওয়াত । টুইটারের মাধ্যমে চাইলেন ন্যায়বিচার ।

kangana ranaut demands justice for bihar girl
kangana ranaut demands justice for bihar girl

By

Published : Nov 17, 2020, 9:07 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ কঙ্গনা রানাওয়াত । কখনও কখনও তাঁর অ্যাক্টিভিটি মানুষের বিরক্তির কারণও হয় বটে । সব ঘটনাকে রাজনীতি আর ধর্মের রঙে রাঙিয়ে দেন অভিনেত্রী । বিহারের এক কিশোরীকে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার ঘটনায় ধিক্কার জানালেন কঙ্গনা ।

তিনি লিখেছেন, "আমাদের মেয়েরা আজ আর নিরাপদ নেই । প্রত্যেকদিন জঘন্য সমস্ত ক্রাইম ঘটে যাচ্ছে আমাদের দেশে ।"

এবার উদারপন্থী অর্থাৎ ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাসী মানুষদের কটাক্ষ করে কঙ্গনা লিখেছেন, "প্রিয় উদারপন্থীদের কাছে আমার অনুরোধ, নির্যাতিত বা অপরাধীদের ধর্মনিরপেক্ষ দৃষ্টিতে দেখবেন না । অন্তত এই ক্ষেত্রে ওদের বিভাজন করবেন না । আসুন, সবাই একসঙ্গে আমরা এই অন্য়ায়ের বিরুদ্ধে লড়াই করি ।"

দেখে নিন পোস্ট...

বিহারের বৈশালী পুলিশ স্টেশনে চন্দন রাই নামে এক ব্যক্তিকে এই অপরাধ করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । এছাড়াও দুই অভিযুক্ত বিনয় রাই ও তার ছেলে সতীশ রাইকে খোঁজা চলছে, জানিয়েছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details