মুম্বই : মোরাবাবাদের ঘটনা নিয়ে বিতর্কিত পোস্ট করেছিলেন রঙ্গোলি চান্দেল । আর সেই কারণেই বন্ধ করে দেওয়া হয় তাঁর টুইটার অ্যাকাউন্ট । এরপর রেগে গিয়ে টুইটারকে ভারত-বিরোধী প্ল্যাটফর্ম বলে উল্লেখ করেন রঙ্গোলি । এবার এই ঘটনায় দিদির পাশে দাঁড়ালেন কঙ্গনা রানাওয়াত । এছাড়া কেউ যদি দেখাতে পারে রঙ্গোলির কোনও টুইট নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করেছে তাহলে তার জন্য তিনি ও তাঁর দিদি ক্ষমা চেয়ে নেবেন বলেও জানিয়েছেন কঙ্গনা ।
সম্প্রতি ইনস্টাগ্রামে কঙ্গনার একটি ভিডিয়ো পোস্ট করেন রঙ্গোলি । সেখানে কঙ্গনা বলেন, "আমার দিদি একটা টুইট করেছিল মোরাবাদাদের ঘটনার উপরে । যেখানে সে লিখেছিল 'চিকিৎসক ও পুলিশকর্মীদের উপর যারা হামলা চালিয়েছে তাদের গুলি করে মারা উচিত'। কিন্তু, ফারা আলি খান ও রিমা কাগতি দাবি করেছিলেন যে দিদি মুসলিমদের উদ্দেশ্য করেই ওই টুইট করেছিল । কিন্তু, সেখানে যদি এমন ধরনের কোনও টুইট পাওয়া যায় যেখানে নির্দিষ্ট কোনও সম্প্রদায়কে আঘাত করা হয়েছে তাহলে আমি ও রঙ্গোলি প্রকাশ্যে এসে ক্ষমা চাইব ।"
উত্তরপ্রদেশের মোরাদাবাদে কোরোনায় মৃত্যু হয় এক ব্যক্তির । তাঁর সংস্পর্শে এসেছিলেন অনেকেই । 15 এপ্রিল তাঁদেরই চিহ্নিত করে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর জন্য সেখানে যায় চিকিৎসকদের একটি দল । তখনই চিকিৎসকদের উপর হামলা চালানো হয় । পরে চিকিৎসকদের উদ্ধার করতে গেলে পুলিশের উপরও হামলা চালান স্থানীয় বাসিন্দারা । এই ঘটনায় একজন চিকিৎসক সহ বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হয়েছেন । এই ঘটনার প্রেক্ষিতে একটি টুইট করেন রঙ্গোলি । সেখানে হামলাকারীদের 'নাৎজ়ি' বলে উল্লেখ করেন তিনি ।