মুম্বই : লাইমলাইট যেন পিছুই ছাড়তে চায় না কঙ্গনার ৷ কখনও তাঁর প্রাক্তনকে নিয়ে সমালোচনা ৷ আবার কখনও সোশাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জীবনের মুহূর্ত বা নিজের মতামত পোস্ট করে কুইন সর্বদাই শিরোনামে ৷
সম্প্রতি কঙ্গনা ও তাঁর বৌদি ঋতু একসঙ্গে তাঁদের মুম্বইয়ের বাড়ির অন্দরসজ্জা করেছেন ৷ সোশাল মিডিয়ায় কঙ্গনা নিজেই শেয়ার করেছেন বাড়ির ছবি ৷ নিজে হাতে বাড়ির ছোটোখাটো ব্যাপার নজরে রেখেছেন অভিনেত্রী ।