পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

নিজের হাতে বাবা-মায়ের বাসগৃহ সাজালেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

কঙ্গনা রানাওয়াত ও তাঁর বৌদি ঋতু মিলে একসঙ্গে সাজিয়ে তুললেন মুম্বইয়ের বাড়ি ৷ খোলামেলা বারান্দা আর সঙ্গে হালকা রঙের দেওয়াল যেন সতেজতা ছড়াচ্ছে সমগ্র সোশাল মিডিয়া জুড়ে ৷ মেয়ে আর বউমার এই কাজ দেখে খুশি কঙ্গনার বাবা-মাও ৷

Kangana's house decoration
Kangana's house decoration

By

Published : Feb 28, 2021, 4:52 PM IST

মুম্বই : লাইমলাইট যেন পিছুই ছাড়তে চায় না কঙ্গনার ৷ কখনও তাঁর প্রাক্তনকে নিয়ে সমালোচনা ৷ আবার কখনও সোশাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত জীবনের মুহূর্ত বা নিজের মতামত পোস্ট করে কুইন সর্বদাই শিরোনামে ৷

সম্প্রতি কঙ্গনা ও তাঁর বৌদি ঋতু একসঙ্গে তাঁদের মুম্বইয়ের বাড়ির অন্দরসজ্জা করেছেন ৷ সোশাল মিডিয়ায় কঙ্গনা নিজেই শেয়ার করেছেন বাড়ির ছবি ৷ নিজে হাতে বাড়ির ছোটোখাটো ব্যাপার নজরে রেখেছেন অভিনেত্রী ।

পরিপাটিভাবে সাজানো বারান্দা, মুক্ত বাতাস ও হালকা সবুজ রঙের দেওয়াল..খুব সাধারণ অথচ সুন্দর । এই চাকচিক্যের ব্যস্ত শহর থেকে এক অন্যরকম দুনিয়াতে নিয়ে যাবে সকলকে ৷

মনে হয় দিনের শেষে বাড়ি ফিরে সমস্ত অস্থিরতাকে কাটিয়ে তোলার জন্যই কঙ্গনার পরিকল্পনা ৷ তাঁর মতে, অনেককেই অনুপ্রাণিত করবে এই অন্দরসজ্জা । দেখে নিন রানাওয়াত বাড়ির এক ঝলক...

ABOUT THE AUTHOR

...view details