মুম্বই : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাড়তি উত্তাপ জুগিয়ে দিয়েছে বিরুষ্কা ও সানি । কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ফের রান করতে ব্যর্থ হন বিরাট কোহলি । পরপর দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের ব্যাট রানের মুখ দেখতে পায়নি । আর তা নিয়ে ধারাভাষ্যের সময় অনুষ্কা শর্মার প্রসঙ্গে টেনে সমালোচনা করেছিলেন সুনীল গাভাসকর । এরপর অবশ্য গাভাসকরকে পালটা মন্তব্য করেন অভিনেত্রী । তারপরই এই আসরে নামতে দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে ।
ধারাভাষ্যের সময় গাভাসকর বলেছিলেন, লকডাউনে অনুষ্কার বোলিংয়ে কোহলি অনুশীলন করেছেন । প্র্যাকটিসের এই ভিডিয়ো তিনি দেখেছেন । সেই প্র্যাকটিসে কোহলির কিছু লাভ হয়নি ।
গাভাসকরের এই মন্তব্যে ক্ষুব্ধ হন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের স্ত্রী অনুষ্কা । সোশাল মিডিয়ার মাধ্যমে গাভাসকরের এই মন্তব্যকে রুচিহীন বলে পালটা সমালোচনা করেন । খেলার মাঠে স্বামীর ব্যর্থতাকে সমালোচনা করতে গিয়ে কেন স্ত্রীকে টেনে আনা হল তা জানতে চান । অনুষ্কা বলেন, গাভাসকরের এই মন্তব্যে আহত হয়েছেন । লকডাউনে নিজের বাড়িতে হালকা মেজাজের ক্রিকেট খেলার ছবি সোশাল মিডিয়ায় দিয়েছিলেন বীরুষ্কা । যা নেটিজ়েনদের নজর কেড়েছিল । কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে শুধু ব্যাটিং ব্যর্থতা নয়, ফিল্ডিং করার সময় লোকেশ রাহুলের দুটো ক্যাচ ফেলেন বিরাট ।