পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

গাভাসকরের মন্তব্যকে সমর্থন না করলেও, অনুষ্কাকে আক্রমণ কঙ্গনার - Kangana takes a dig Anushka

কঙ্গনা টুইটারে লেখেন, "আমায় যখন হুমকি দেওয়া হয়েছিল এবং গালিগালাজ করা হয়েছিল, তখন অনুষ্কা চুপ ছিলেন । কিন্তু, আজ তিনিই নারীবিদ্বেষের শিকার হলেন । সুনীল গাভাসকরের তাঁকে ক্রিকেটের মধ্যে টেনে আনার বিষয়টির নিন্দা করছি । কিন্তু, ইশুভিত্তিক ফেমিনিজ়ম একইরকমভাবে ঠিক নয় ।"

asd
asd

By

Published : Sep 26, 2020, 7:47 PM IST

মুম্বই : চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাড়তি উত্তাপ জুগিয়ে দিয়েছে বিরুষ্কা ও সানি । কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ফের রান করতে ব্যর্থ হন বিরাট কোহলি । পরপর দুই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের ব্যাট রানের মুখ দেখতে পায়নি । আর তা নিয়ে ধারাভাষ্যের সময় অনুষ্কা শর্মার প্রসঙ্গে টেনে সমালোচনা করেছিলেন সুনীল গাভাসকর । এরপর অবশ্য গাভাসকরকে পালটা মন্তব্য করেন অভিনেত্রী । তারপরই এই আসরে নামতে দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে ।

ধারাভাষ্যের সময় গাভাসকর বলেছিলেন, লকডাউনে অনুষ্কার বোলিংয়ে কোহলি অনুশীলন করেছেন । প্র্যাকটিসের এই ভিডিয়ো তিনি দেখেছেন । সেই প্র্যাকটিসে কোহলির কিছু লাভ হয়নি ।

গাভাসকরের এই মন্তব্যে ক্ষুব্ধ হন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের স্ত্রী অনুষ্কা । সোশাল মিডিয়ার মাধ্যমে গাভাসকরের এই মন্তব্যকে রুচিহীন বলে পালটা সমালোচনা করেন । খেলার মাঠে স্বামীর ব্যর্থতাকে সমালোচনা করতে গিয়ে কেন স্ত্রীকে টেনে আনা হল তা জানতে চান । অনুষ্কা বলেন, গাভাসকরের এই মন্তব্যে আহত হয়েছেন । লকডাউনে নিজের বাড়িতে হালকা মেজাজের ক্রিকেট খেলার ছবি সোশাল মিডিয়ায় দিয়েছিলেন বীরুষ্কা । যা নেটিজ়েনদের নজর কেড়েছিল । কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে শুধু ব্যাটিং ব্যর্থতা নয়, ফিল্ডিং করার সময় লোকেশ রাহুলের দুটো ক্যাচ ফেলেন বিরাট ।

তবে এটাই প্রথমবার নয় । এর আগেও বিরাটের খারাপ ফর্মের জন্য অনুষ্কাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল । তবে তা ছিল সমর্থক এবং বীরুষ্কার মধ্যে সীমাবদ্ধ । এবার কোহলির সমালোচনায় তাঁর স্ত্রীকে নিয়ে মন্তব্য করলেন গাভাসকরের মতো ব্যক্তিত্ব ।

যাই হোক না কেন এবার অনুষ্কার সমর্থনে আসরে নামতে দেখা গিয়েছে কঙ্গনাকে । সমর্থনের পাশাপাশি আবার বিরাট পত্নীর সমালোচনাও করেন তিনি । লেখেন, "আমায় যখন হুমকি দেওয়া হয়েছিল এবং গালিগালাজ করা হয়েছিল, তখন অনুষ্কা চুপ ছিলেন । কিন্তু, আজ তিনিই নারীবিদ্বেষের শিকার হলেন । সুনীল গাভাসকরের তাঁকে ক্রিকেটের মধ্যে টেনে আনার বিষয়টির নিন্দা করছি । কিন্তু, ইশুভিত্তিক ফেমিনিজ়ম একইরকমভাবে ঠিক নয় ।"

এরপর টুইট করেন কঙ্গনা । লেখেন, "সুনীল গাভাসকরের মন্তব্যকে যাঁরা অশালীন বলছে তারা নির্বোধ । এটা ঠিক যে এক্ষেত্রে তাঁর নাম নাও আসতে পারত । কিন্তু, অনুষ্কা তাঁর পরবর্তী ছবিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবনে । সেই কারণে স্বামীর সঙ্গে ক্রিকেট খেলছেন ।"

ABOUT THE AUTHOR

...view details