মুম্বই : আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার একটি মামলায় রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে গ্রেপ্তার করল রায়গড় পুলিশ । আজ সকালে মুম্বইয়ের বাড়ি থেকে আটক করা হয় তাঁকে । এই ঘটনায় আজ মহারাষ্ট্র সরকারকে আক্রমণ করেছেন কঙ্গনা রানাওয়াত ।
মহারাষ্ট্র সরকারের দিকে কয়েকটি প্রশ্ন ছুড়ে দিয়ে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । বলেন, "আমি মহারাষ্ট্র সরকারের কাছে জানতে চাই আজ আপনারা অর্ণব গোস্বামীর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করেছেন, হেনস্থা করেছেন । আপনারা আর কতজনের ঘর ভাঙবেন ? আর কতজনের কণ্ঠরোধ করবেন ? সোনিয়া সেনা আপনারা কতজনের মুখ বন্ধ করবেন ? এই মুখগুলি কোনওদিনই বন্ধ হবে না । আমাদের আগে স্বাধীন মত প্রকাশের জন্য অনেকেই শহিদ হয়েছেন । তাঁদের কারও গলা কাটা হয়েছে, কাউকে ফাঁসি দেওয়া হয়েছে । তবে একটা মুখ বন্ধ করতে যাবেন আরও অনেকগুলি মুখ সরব হয়ে উঠবে ।" এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লেখেন, "মহারাষ্ট্র সরকারকে বার্তা"।