পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

শকিং ! ইরার ডিপ্রেশনের জন্য আমিরের ডিভোর্সকে দায়ি করলেন কঙ্গনা ? - কঙ্গনা রানাওয়াতের খবর

ব্রোকেন ফ্যামিলি, অর্থাৎ যে পরিবারে স্বামী-স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, সেই পরিবারের ছেলেমেয়েদের মধ্যে অনেক জটিলতা কাজ করে । আর সেখান থেকেই নাকি আসতে পারে ডিপ্রেশন । আমির খান আর রীনা দত্তের ডিভোর্সকেই ইরা খানের ডিপ্রেশনের কারণ হিসেবে দায়ি করলেন কঙ্গনা রানাওয়াত ।

kangana ranaut on amir khan's daughter ira depresstion
kangana ranaut on amir khan's daughter ira depresstion

By

Published : Oct 12, 2020, 4:58 PM IST

মুম্বই : প্রতিটা ছোটোখাটো ব্যাপারে নিজের মতামত জানিয়ে থাকেন কঙ্গনা রানাওয়াত । বিষয়টি তাঁর সঙ্গে সম্পর্কিত না হলেও, সেখানে নিজের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি । কত অল্প বয়স থেকে কত স্ট্রাগল করতে হয়েছে তাঁকে, সেই কথাই বলতে থাকেন অভিনেত্রী । ইরা খানের ডিপ্রেশনের কথা শুনেও নিজের সঙ্গে তুলনা টানলেন কঙ্গনা ।

সম্প্রতি ইরা খান একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন যে চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছেন তিনি । নিয়মিত চিকিৎসা করাচ্ছেন, একটু একটু করে সুস্থতার পথে ইরা । ইরার এই ভিডিয়ো দেখে কঙ্গনা একটি পাল্টা পোস্ট করেছেন ।

আমিরের সঙ্গে ইরা

লিখেছেন, "আমার যখন 16 বছর বয়স ছিল, তখন আমার উপর শারীরিক নির্যাতন করা হচ্ছিল । আমার দিদির উপর অ্যাসিড অ্যাটাক করা হয়েছিল, আমি একা হাতে দিদিকে সামলাচ্ছিলাম । ওদিকে মিডিয়া আমার পিছনে পড়ে গেছিল ।"

তাও তো কঙ্গনার ডিপ্রেশন হয়নি । তাহলে ইরার কেন হল ? নিজেই একজন ডাক্তারের মতো ইরার ডিপ্রেশনের কারণটা বাতলেছেন অভিনেত্রী । লিখেছেন, "ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েদের জীবনে অনেক জটিলতা কাজ করে । তাই ট্র্যাডিশনাল ফ্যামিলির খুব প্রয়োজন আজকের দিনে ।"

দেখে নিন কঙ্গনার পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details