মুম্বই : প্রতিটা ছোটোখাটো ব্যাপারে নিজের মতামত জানিয়ে থাকেন কঙ্গনা রানাওয়াত । বিষয়টি তাঁর সঙ্গে সম্পর্কিত না হলেও, সেখানে নিজের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি । কত অল্প বয়স থেকে কত স্ট্রাগল করতে হয়েছে তাঁকে, সেই কথাই বলতে থাকেন অভিনেত্রী । ইরা খানের ডিপ্রেশনের কথা শুনেও নিজের সঙ্গে তুলনা টানলেন কঙ্গনা ।
সম্প্রতি ইরা খান একটি ভিডিয়ো শেয়ার করে জানিয়েছেন যে চার বছর ধরে ক্লিনিকাল ডিপ্রেশনে ভুগছেন তিনি । নিয়মিত চিকিৎসা করাচ্ছেন, একটু একটু করে সুস্থতার পথে ইরা । ইরার এই ভিডিয়ো দেখে কঙ্গনা একটি পাল্টা পোস্ট করেছেন ।