মুম্বই : মেয়ের সুরক্ষার জন্য হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের কাছে লিখিতভাবে আবেদন জানান কঙ্গনা রানাওয়াতের বাবা । সেই আবেদনের ভিত্তিতেই তাঁকে 'Y' প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেয় কেন্দ্রীয় সরকার । এর পাশাপাশি কঙ্গনার মানালির বাড়িতেও পুলিশ মোতায়েন করা হয় রাজ্যের তরফে । আর এইদিনই তাঁর মুম্বইয়ের অফিসে তল্লাশি চালাল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (BMC)। প্রয়োজনীয় সব নিয়ম মেনে এই অফিস তৈরি করা হয়েছে কি না তা দেখতেই আজ পৌরনিগমের তরফে অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে ।
টুইটারে বেশ কয়েকটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । প্রথম ভিডিয়োতে অফিসের ভিতরের ছবি তুলে ধরা হয়েছে । তার ক্যাপশনে অভিনেত্রী লেখেন, "এটাই মনিকর্ণিকা ফিল্মসের মুম্বই অফিস । 15 বছর ধরে কঠোর পরিশ্রমের পর আমার উপার্জনের টাকা দিয়ে তা বানিয়েছিলাম । আমার একটাই স্বপ্ন ছিল, যখন আমি ছবি নির্মাতা হব, তখন যেন আমার নিজের একটা অফিস থাকে । কিন্তু, এখন মনে হচ্ছে সেই স্বপ্ন ভাঙার সময় এসে গিয়েছে । আজ সেখানে আচমকাই BMC-র কিছু লোক এসে হাজির হয়েছিল ।"
এরপর আরও একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি । পৌরনিগমের আধিকারিকরা কীভাবে ওই অফিসে ঢুকে মাপজোক করছিল তা ওই ভিডিয়োতে তুলে ধরেন অভিনেত্রী । লেখেন, "ওরা জোর করে আমার অফিসে ঢুকে পড়ে । সবকিছু মাপজোক করছিল, আমার প্রতিবেশীরা আপত্তি করলে তাঁদের হেনস্থা করা হয় । যে আধিকারিকরা এসেছিলেন, তাঁরা অভব্য ভাষা ব্যবহার করছিলেন । আর বলছিলেন, যে ম্যাডাম রয়েছেন, তাঁর কৃতকর্মের ফল সবাইকে ভুগতে হবে । আগামীকাল ওই অফিস ভেঙে দেওয়া হবে বলে আমাকে জানানো হয়েছে ।"
যদিও ওই অফিসে বেআইনি কিছু নেই বলে দাবি করেন কঙ্গনা । লেখেন, "আমার কাছে সব কাগজপত্র রয়েছে । ওই জায়গায় বেআইনিভাবে কিছুই করা হয়নি । কোনও নোটিশ ছাড়াই BMC আমার অফিসে আজ তল্লাশি চালিয়েছে আর আগামীকাল অফিস ভেঙে দেবে ।"
আপাতত মানালিতে নিজের বাড়িতে রয়েছেন কঙ্গনা । সেই লকডাউনের আগেই সেখানে চলে যান তিনি । এতদিন পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছিলেন । 9 সেপ্টেম্বর মুম্বইতে ফিরবেন বলে জানিয়েছেন । এদিকে তাঁকে মুম্বইতে ফিরতে না দেওয়ার হুমকি দিয়েছিলেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত । তবে তাঁর দিকে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দেন কঙ্গনাও ।