পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

হোটেলের ঘরে সঞ্জয়ের সঙ্গে দেখা করলেন কঙ্গনা - Sanjay Dutt in Hyderabad

আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে সঞ্জয়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "যখন আমি জানতে পারি হায়দরাবাদের একই হোটেলে আমরা রয়েছি, তখনই আজ সকালে সঞ্জু স্যারের সঙ্গে দেখা করতে যাই । তাঁর স্বাস্থ্যের খবর নিই । আর তাঁকে আরও সুন্দর ও সুস্থ দেখে খুবই ভালো লাগছে । আমরা সবাই আপনার সুস্বাস্থ্যের কামনা করি ।"

asd
asd

By

Published : Nov 27, 2020, 1:41 PM IST

হায়দরাবাদ : এই মুহূর্তে হায়দরাবাদে 'থালাইভি'-র শুটিং করছেন কঙ্গনা রানাওয়াত । পাশাপাশি হায়দরাবাদেই রয়েছেন সঞ্জয় দত্ত । এমনকী, একই হোটেলে রয়েছেন তাঁরা । আর সেকথা জানার পরই আজ সকালে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী ।

আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে সঞ্জয়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর হাসি মুখে ক্যামেরায় পোজ় দেন তাঁরা । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "যখন আমি জানতে পারি হায়দরাবাদের একই হোটেলে আমরা রয়েছি, তখনই আজ সকালে সঞ্জু স্যারের সঙ্গে দেখা করতে যাই । তাঁর স্বাস্থ্যের খবর নিই । আর তাঁকে আরও সুন্দর ও সুস্থ দেখে খুবই ভালো লাগছে । আমরা সবাই আপনার সুস্বাস্থ্যের কামনা করি ।"

ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন সঞ্জয় দত্ত । মাত্র কয়েকদিন আগেই এই মারণ রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন তিনি । আর সেকথা সোশাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জানিয়েছিলেন । তাই অভিনেতা একই হোটেলে রয়েছেন একথা জানতে পারার পরই সোজা তাঁর সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন কঙ্গনা । এক মুহূর্তও দেরি করেননি তিনি ।

এই মুহূর্তে হায়দরাবাদে জয়ললিতার বায়োপিক 'থালাইভি'-র শুটিং করছেন কঙ্গনা । এর পাশাপাশি তাঁর পরবর্তী অ্যাকশন ছবি 'ধাকড়'-এর প্রস্তুতিও নিচ্ছেন । অন্যদিকে 'কেজিএফ 2'-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সঞ্জয় । এছাড়া রণবীর কাপুরের সঙ্গে 'শামশেরা' ছবিতেও দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details