হায়দরাবাদ : এই মুহূর্তে হায়দরাবাদে 'থালাইভি'-র শুটিং করছেন কঙ্গনা রানাওয়াত । পাশাপাশি হায়দরাবাদেই রয়েছেন সঞ্জয় দত্ত । এমনকী, একই হোটেলে রয়েছেন তাঁরা । আর সেকথা জানার পরই আজ সকালে সঞ্জয়ের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী ।
আজ টুইটারে একটি ছবি পোস্ট করেন কঙ্গনা । সেখানে সঞ্জয়ের পাশে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর হাসি মুখে ক্যামেরায় পোজ় দেন তাঁরা । এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, "যখন আমি জানতে পারি হায়দরাবাদের একই হোটেলে আমরা রয়েছি, তখনই আজ সকালে সঞ্জু স্যারের সঙ্গে দেখা করতে যাই । তাঁর স্বাস্থ্যের খবর নিই । আর তাঁকে আরও সুন্দর ও সুস্থ দেখে খুবই ভালো লাগছে । আমরা সবাই আপনার সুস্বাস্থ্যের কামনা করি ।"