পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

খুব তাড়াতাড়ি জেলে যাওয়ার অপেক্ষায় আছি : কঙ্গনা রানাওয়াত - কঙ্গনা রানাওয়াতের খবর

কয়েকদিন আগেই কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে । সেই FIR-এর ভিত্তিতে মুম্বই পুলিশ সমন পাঠিয়েছে অভিনেত্রীকে । এবার শোনা যাচ্ছে আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টেও তাঁর নামে এক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে । এই খবর জানতে পেরে অভিনেত্রী বললেন, "জেলে যাওয়ার অপেক্ষায় আছি" ।

kangana ranaut fights against maharashtra government
kangana ranaut fights against maharashtra government

By

Published : Oct 23, 2020, 10:35 AM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াত আর তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে সমন পাঠানোর পর থেকেই সোশাল মিডিয়ায় একের পর এক উত্তেজক পোস্ট করে চলেছেন কঙ্গনা । পুরো ঘটনাটিকে তাঁর বিরুদ্ধে "ফ্যাসিস্ট মহারাষ্ট্র সরকারের ষড়যন্ত্র" বলেই মনে করছেন অভিনেত্রী ।

এই অবস্থায় খবর এল যে আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টেও কঙ্গনার বিরুদ্ধে এক ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে । এই শুনে আরও একবার ফেটে পড়লেন তিনি ।

কঙ্গনা তাঁর সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "আমি সভরকর, নেতাজি বোস, ঝাঁসির রানি লক্ষ্মীবাঈকে পুজো করি । আজ সরকার আমায় জেলে ঢোকানোর জন্য উঠে পড়ে লেগেছে । এই ঘটনা আমায় আমার নেওয়া সিদ্ধান্তগুলোর প্রতি আরও আত্মবিশ্বাসী করে তুলছে ।"

"খুব তাড়াতাড়ি জেলে যাওয়ার অপেক্ষায় আছি । আমার আইডলরা জেলে যে যন্ত্রণা সহ্য করেছিলেন, আমিও সেই অভিজ্ঞতা পাওয়ার আশায় বসে আছি । সেটা আমার জীবনকে অন্য একটা মানে দেবে । জয় হিন্দ ।"...যোগ করেছেন কঙ্গনা ।

দেখে নিন তাঁর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details