পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অভিনেতা ভাড়া করে কৃষক আন্দোলন হচ্ছে, কঙ্গনার নোংরা মন্তব্যে শকড দেশবাসী - kangana ranaut latest news

আরও কদর্য কঙ্গনা রানাওয়াত । অনেকদিন ধরেই কৃষি বিলের সমর্থন করে আসছেন তিনি । তবে এবার কঙ্গনার মন্তব্য শুনে শকড দেশবাসী । তিনি বললেন অভিনেতাদের ভাড়া করে এই কৃষক আন্দোলন করানো হচ্ছে । পরে ভুয়ো খবর বুঝতে পেরে টুইটটি বাতিল করেন অভিনেত্রী ।

kangana ranaut dirty politics
kangana ranaut dirty politics

By

Published : Nov 29, 2020, 5:21 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় প্রতিদিন বিভিন্ন কারণে কাদা ছোড়াছুড়ি করেন কঙ্গনা রানাওয়াত । কয়েক বছর আগে যে কঙ্গনা নেগেটিভিটি এড়াতে সোশাল মিডিয়া থেকে দূরে থাকতে চাইতেন, আজ সেই কঙ্গনাই নেগেটিভিটির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ।

সম্প্রতি অন্য একটি টুইট নিজের ওয়ালে শেয়ার করেছিলেন কঙ্গনা । ভুয়ো সেই টুইটে দেখা যাচ্ছে শাহিনবাগে CAA-র প্রতিবাদে সামিল হওয়া এক বয়স্ক মহিলা আজ কৃষক আন্দোলনেও পা মিলিয়েছেন । সেই টুইটে এটাও দাবি করা হয়েছে যে একশো টাকার বিনিময়ে যে কোনও চরিত্রে এই অভিনেত্রীকে ভাড়া পাওয়া যায় ।

এই ভুয়ো খবর সমর্থন করে কঙ্গনা লিখেছিলেন, "হা হা হা, ইনিই সেই টাইম ম্যাগাজ়িনের দিদা, যিনি মাত্র একশো টাকায় অ্যাভেলেবল । পাকিস্তানি সাংবাদিক আন্তর্জাতিক মঞ্চে এভাবেই ভারতকে অপমান করছেন । নিজেদের কথা বলার জন্য নিজেদের মানুষ দরকার হয় ।"

কঙ্গনার টুইট..

কিছু পরেই কঙ্গনা তাঁর ভুল বুঝতে পারেন । তিনি বুঝতে পারেন যে এই দুই মহিলা এক নন । সঙ্গে সঙ্গে টুইটটি বাতিল করেন অভিনেত্রী ।

তবে ততক্ষণে যা ভাইরাল হওয়ার হয়ে গেছে । সবাই স্ক্রিনশট তুলে সেভ করে নিয়েছে কঙ্গনার টুইট । আর সেই স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রীকে তুলোধোনা করা হচ্ছে সোশাল মিডিয়ায় । সবাই ছিঃ ছিঃ করছে অভিনেত্রীর এই মানসিকতা ও ভুয়ো খবর ছড়ানোর প্রবণতা দেখে ।

কয়েকটি টুইট তুলে দেওয়া হল...

ABOUT THE AUTHOR

...view details