পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কঙ্গনার নতুন সঙ্গী এই জগ, কী বিশেষত্ব এই জগের? - কঙ্গনা রানাওয়াতের খবর

সুদূর মধ্যপ্রদেশ থেকে এই মাটির জগ কিনে এনেছেন কঙ্গনা রানাওয়াত । না এটা কোনও ম্যাজিক জগ নয় যে, হাত ঢোকালেই ইচ্ছাপূরণ হবে । তাহলে কী বিশেষত্ব এই সাধারণ জগের ?

Kangana Ranaut earthen jug
Kangana Ranaut earthen jug

By

Published : Mar 5, 2021, 6:09 PM IST

মুম্বই : দেশজ শিল্পের অনুরাগী কঙ্গনা রানাওয়াতের । দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতে পছন্দ করেন । সেখানকার শিল্প, সেখানকার মানুষের সঙ্গে পরিচিত হতে চান তিনি । 'ধাকড়'-এর শুটিং করতে মধ্যপ্রদেশে গেছিলেন অভিনেত্রী । সেখান থেকে নিয়ে এলেন একটি মাটির জগ ।

জলের সঙ্গে কোনও ফল বা সবজি কেটে এই জগের মধ্যে রাখলে বেশ সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি হয়ে যায় । সেই ড্রিঙ্ক অনেকক্ষণ ধরে কনকনে ঠান্ডা থাকে এবং তার মধ্যে থাকা ফল বা সবজির নির্যাসটা থেকে যায় ।

এই চমৎকার জগের জলে পিচ ফল কেটে এক রিফ্রেশিং পানীয় তৈরি করেছেন কঙ্গনা । সেটা পান করে তাঁর এত ভালো লেগেছে যে, টুইটারে শেয়ার না করে থাকতে পারেননি তিনি । শশা আর লেবুর থেকেও এখানে তৈরি হতে পারে স্বাস্থ্যকর পানীয়, পরামর্শ কঙ্গনার ।

ঠান্ডা পানীয় খেয়ে কি কঙ্গনার মাথা ঠান্ডা হবে ? প্রশ্ন নেটিজেনদের ।

ABOUT THE AUTHOR

...view details