মুম্বই : যে মানুষ যত বেশি উপরে ওঠেন, সে নাকি তত বেশি নম্র এবং বিনীত হন । নিজেকে একবার পারফেক্ট মনে করে নিলে কিন্তু উন্নতির পথ বন্ধ হয়ে যায় । ছোটো থেকে এই শুনেই বড় হয় সবাই । তবে কঙ্গনার মানসিকতা একেবারেই আলাদা ।
নিজেকে সবার সেরা মনে করা এবং বাকিদের প্রতিভাকে ছোটো করা...কঙ্গনা রানাওয়াত চলেন এই পথেই । আর সেই কারণেই তাঁর বলা কথাগুলো মাঝে মাঝে খুব কানে লাগে নেটিজেনদের ।
'ফ্যাশন' ছবিতে সুপারমডেল সোনালি রূপী কঙ্গনা যেভাবে বম্পে ঢুকতেন, সোশাল মিডিয়ায় ঠিক সেই অ্যাটিটিউডেই ঢোকেন অভিনেত্রী । আর ঢুকেই যাবতীয় 'অন্যায়'-এর প্রতিবাদ করেন তিনি । নিজের সঙ্গে এমন তুলনা টানলেন কঙ্গনা নিজেই ।
এদিকে নেটিজেনরা মনে করিয়ে দিলেন যে, 'ফ্যাশন'-এর গল্প অনুযায়ী সোনালির এই অহংকারই তার কাল হয়ে উঠেছিল । উত্থানের পথ দিয়েই পতন হয়েছিল তার । অহংকারী কঙ্গনা, যিনি প্রতিদিন মনে করিয়ে দেন যে, তিনটি জাতীয় পুরস্কার-একটি পদ্মশ্রী পেয়েছেন, তাঁর পরিণতি কি সোনালির মতোই হবে ?