মুম্বই : 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র গানের লঞ্চ পার্টিতে PTI-র সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন কঙ্গনা । তাঁর আগের ছবি 'মনিকর্নিকা' সম্পর্কে 'নোংরা জিনিস' লেখার জন্য ওই সাংবাদিকের নিন্দা করেন তিনি ।
কঙ্গনা অভিযোগ করে বলেন, "আপনি মনিকর্নিকাকে এত খারাপভাবে দেখিয়েছেন, এত নীচ চিন্তাধারা কী করে আপনার ?"
অনুষ্ঠানটি চলাকালীন কঙ্গনা ও রাজকুমার রাও সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন । সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন । সেসময় ওই সাংবাদিককে প্রশ্ন শেষ করতে না দিয়েই কঙ্গনা তাঁকে পালটা প্রশ্ন করেন ।
বলিউড 'কুইন' বলেন, "আপনি মনিকর্নিকাকে আঘাত করেছেন । জাতীয়তাবাদের উপর ছবি তৈরি করে কি আমি কিছু ভুল করেছি ? জাতীয়তাবাদের উপর ছবি বানানোই আপনারা আমাকে জিঙ্গোয়িস্টিক বলেছেন ।"
তবে ওই সাংবাদিক নিজেকে বাঁচাতে সঙ্গে সঙ্গে কঙ্গনাকে বলেন, "কঙ্গনা, আমি মনিকর্নিকা সম্পর্কে কিছু টুইট করিনি । আপনি ক্ষমতায় আছেন বলে আপনি কোনও সাংবাদিককে ভয় দেখাতে পারেন না ।"
তবে নাটকের এখানেই শেষ নয় । কঙ্গনা এরপর জানান, ওই সাংবাদিক তাঁর ভ্যানিটি ভ্যানে গিয়েছিলেন । তিন ঘণ্টা ধরে সাক্ষাৎকার নিয়েছিলেন । তারপরই তিনি এই বিষয়গুলি লেখেন । "আমি আপনাকে আগেও সাক্ষাৎকার দিয়েছি । মনিকর্নিকা চলাকালীন আপনি আমার ভ্যানে এসেছিলেন । আপনি প্রায় তিন ঘণ্টা ছিলেন এবং আমরা একসঙ্গে লাঞ্চও করেছিলাম । কিন্তু এরপরই সব পালটে যায় । আপনি আমাকে মেসেজও করেছিলেন । তাই আমাকে বলবেন না যে আমি আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছি । এই বিষয় নিয়ে স্টার ও সাংবাদিক নিয়ে কিছু বলবেন না ।"
পালটা ওই সাংবাদিক জানান, তিনি কখনও তাঁকে সরাসরি মেসেজ করেননি । আর সাক্ষাৎকারটি একটি সংগঠনের দ্বারা ঠিক করা হয়েছিল । সাক্ষাৎকারটি মাত্র আধ ঘণ্টার জন্য ছিল ।
অভিনেত্রী বলেন, "আমি যা বলছি তা আপনি যদি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার সঙ্গে আমি আর কথা বলতে পারব না । আমি এটাই বলার চেষ্টা করছি ।"
কঙ্গনার সঙ্গে ওই সাংবাদিকের তর্ক-বিতর্ক চলাকালীন অন্য সাংবাদিকরা ইভেন্টের হোস্টের কাছে তাদের সঠিকভাবে সাক্ষাৎকার না নিতে দেওয়ার জন্য় অভিযোগ জানান । 'জাজমেন্টাল হ্যায় কেয়া' 26 জুলাই মুক্তি পাবে ।