মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের একাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে বিস্ফোরক সব মন্তব্য করে চলেছেন । অনেকের কাছে তিনি সমর্থন পাচ্ছেন, তবে বেশিরভাগ মানুষই কঙ্গনার বিপক্ষে চলে গেছেন । সুশান্তের মৃত্যুকে হাতিয়ার করে লাইমলাইটে আসার চেষ্টা করছেন তিনি, দাবি অনেকের । আর এই সবের মধ্যেই গুলির আওয়াজে কেঁপে উঠল কঙ্গনার মানালির বাংলো ।
কঙ্গনা মনে করছেন যে, কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে ভয় দেখানোর জন্যই এটা করেছেন । কিন্তু, ভয় পাওয়ার পাত্রী নন তিনি, প্রশ্ন তিনি করেই যাবেন, বিবৃতিতে জানালেন কঙ্গনা ।
কঙ্গনার বিবৃতিতে বলা হয়েছে, "আমি বেডরুমে ছিলাম । রাত সাড়ে এগারোটার সময় মনে হল কোথাও যেন বাজি ফাটল । আমি প্রথমে বাজিই ভেবেছিলাম । তারপর আরও একবার একই আওয়াজ শুনতে পেলাম । তখন মনে হল যে এটা গুলির আওয়াজ হতে পারে । আট সেকেণ্ডের মধ্যে দু'বার গুলি করা হয় । আমি শিওর ওটা গুলিই ছিল ।"