পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

থালাইভির প্রমোশনে মরিয়া কঙ্গনা - কঙ্গনা রানাউত

কঙ্গনা 7 এপ্রিল একটি টুইটে জানিয়েছেন, বলিউড তারকা অক্ষয় কুমার তাঁকে সিক্রেট কল করে 'থালাইভির' জন্য প্রশংসা করেছেন ৷ কিন্তু মুভি মাফিয়াদের ভয়ে কঙ্গনাকে প্রকাশ্যে শুভেচ্ছা জানাতে পারেননি অক্ষয় ৷

কঙ্গনা রানাউত
কঙ্গনা রানাউত

By

Published : Apr 9, 2021, 10:35 AM IST

হায়দরাবাদ, 9 এপ্রিল :ফের একবার মুভি মাফিয়ার প্রসঙ্গ টেনে আনলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত ৷ 23 এপ্রিল মুক্তি পেতে চলেছে কঙ্গনা অভিনীত 'থালাইভি'৷ বেশ কিছুদিন ধরে সোশাল মিডিয়ায় এই ছবির প্রমোশন করছেন তিনি ৷ এবার প্রমোশনের হাতিয়ার হিসাবে তিনি বেছে নিয়েছেন মুভি মাফিয়া প্রসঙ্গ ৷

বরাবরই কঙ্গনা বলিউডে মুভি মাফিয়া এবং নেপোটিজম নিয়ে সোচ্চার ৷ বিভিন্ন টেলিভিশন শোয়ে তাঁকে এই বিষয়ে কথা বলতেও দেখা গিয়েছে ৷ কিছুদিন আগে সোশাল মিডিয়ায় 'থালাইভির' ট্রেলার পোস্ট করে কঙ্গনা লেখেন এই ট্রেলার প্রশংসা পেলেও, আলিয়া ভাট বা দীপিকা পাডুকোন অভিনীত ছবিগুলির মতো প্রশংসা তিনি পাননি ৷ তাঁর কথায়, মুভি মাফিয়াদের আতঙ্কে তাঁর প্রাপ্য প্রশংসা থেকে তিনি বঞ্চিত ৷

তিনি 7 এপ্রিল আরও একটি টুইট করেন ৷ যাতে তিনি লিখেছেন, বলিউড এতটাই ভয়ঙ্কর যে কেউ আমার প্রশংসা করলে সেও বিপদে পড়তে পারে ৷ তিনি আরও বলেন, বলিউড তারকা অক্ষয় কুমার তাঁকে গোপনে ফোন করে 'থালাইভির' ট্রেলারের প্রশংসা করেছেন ৷ কিন্তু দীপিকা বা আলিয়া অভিনীত ছবির মতো প্রকাশ্যে প্রশংসা করতে পারেননি ৷ আর তার জন্য দায়ী মুভি মাফিয়ারা ৷

আরও পড়ুন:'গুডবাই'তে জুটি বাঁধছেন অমিতাভ-নীনা

ABOUT THE AUTHOR

...view details