পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'পাঙ্গা'-র শুটিংয়ে প্রিন্সেপ ঘাটে কঙ্গনা - manikarnika

শহরের আনাচেকানাচে চলবে শুটিং। যার মধ্যে ময়দানে ইতিমধ্য়েই শুটিং চলছে। সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং পরিচালক।

'পাঙ্গা'-র শুটিংয়ে কঙ্গনা

By

Published : Apr 13, 2019, 1:04 PM IST

কলকাতা : প্রিন্সেপ ঘাট, ময়দান চত্বরে চলছে অশ্বনি আইয়ার তিওয়ারি পরিচালিত 'পঙ্গা'-র শুটিং। আর সেই সুবাদেই কলকাতায় এসেছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

মনিকর্নিকা দা কুইন অফ ঝাঁসির কাজ শেষ করেই অশ্বনির ছবিতে কাজ শুরু করেছেন কঙ্গনা। কঙ্গনা ছাড়াও ছবিতে অভিনয় করছেন জাস্সি গিল, রিচা চাড্ডা, নীনা গুপ্তা ও পঙ্কজ ত্রিপাঠি। সম্প্রতি দিল্লির শুটিং শিডিউল শেষ করে এবার কলকাতায় এসেছে পঙ্গার টিম।

গতকাল কঙ্গনা শুটিং করেন প্রিন্সেপ ঘাটে। সামনে এসেছে এমনই একটি ছবি। প্রিন্সেপ ঘাট স্টেশনে কঙ্গনার সেই ছবি ভাইরাল হয়েছে। শুধু তাই নয় জানা গেছে যে প্রিন্সেপ ঘাটে কঙ্গনার জগিংয়ের শুটিং চলছিল কাল।

এছাড়াও শহরের আনাচেকানাচে চলবে শুটিং। যার মধ্যে ময়দানে ইতিমধ্য়েই শুটিং চলছে। সেই ছবি শেয়ার করেছেন স্বয়ং পরিচালক।

ছবির গল্প একজন জাতীয়স্তরের কাবাডি খেলোয়ারকে নিয়ে। এর আগে স্পোর্টস নিয়ে ছবি হয়েছে বায়োপিকও হয়েছে। তবে এই প্রথম কঙ্গনাকে কোনও এই ধরনের চরিত্রে দেখা যাবে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৪ জানুয়ারি ২০২০ সালে।

ABOUT THE AUTHOR

...view details