মানালি : সুইৎজ়ারল্যান্ড নয়, মানালিতে ছুটি কাটাতে গেলেন কঙ্গনা রানাওয়াত । তাঁর বাড়ি সেখানেই । পরিবারের সঙ্গে ক্রিসমাস পালন করেছেন তিনি । নিউ ইয়ারও তাঁদের সঙ্গেই পালন করবেন বলে ঠিক করেছেন ।
বরফের চাদরে ঢেকে রয়েছে গোটা এলাকা । একটু হাঁটতে গেলেই পা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে । এক ঝলকে দেখলে মনে হবে সুইৎজ়ারল্যান্ডের কোনও এলাকা । কিন্তু, তা একেবারেই নয় । ওটা আসলে মানালি । আর সেখানেই বরফ নিয়ে খেলায় মেতে উঠলেন কঙ্গনা ।
ছুটি কাটাতে বাড়ি গেছেন কঙ্গনা । বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন তিনি । ছিলেন তাঁর পরিবারের সদস্যরাও । কখনও বরফ অন্যদের দিকে ছুড়ে দেন, আবার কখনও দু'হাতে বরফ তুলে তা আকাশের দিকে ছোড়েন ।
সোশ্যাল মিডিয়ায়া একাধিক ছবি পোস্ট করেন তিনি । কালো জিন্স, ব্রাউন বুট ও নীল-কালো জ্যাকেট ও সাদা সোয়েটার পরতে দেখা গিয়েছে তাঁকে ।