পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

উর্মিলাকে 'সফট পর্নস্টার' বলায় সমালোচনার মুখে, কী সাফাই দিলেন কঙ্গনা ? - soft porn star

মাদক যোগ নিয়ে কয়েকদিন আগে কঙ্গনাকে কটাক্ষ করেছিলেন উর্মিলা মাতন্ডকর । আর তারপর উর্মিলাকে 'সফট পর্নস্টার' বলে পালটা কটাক্ষ করেন তিনি । যদিও এই নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হতেই সাফাই দিলেন কঙ্গনা ।

ads
sad

By

Published : Sep 17, 2020, 5:14 PM IST

মুম্বই : সম্প্রতি জয়া বচ্চনের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন কঙ্গনা রানাওয়াত । তা নিয়ে কঙ্গনাকে কটাক্ষ করেছিলেন উর্মিলা মাতন্ডকর । আর তারপর উর্মিলাকে 'সফট পর্নস্টার' বলে পালটা কটাক্ষ করেন তিনি । যদিও এই নিয়ে সোশাল মিডিয়ায় সমালোচনা শুরু হতেই সাফাই দিলেন কঙ্গনা ।

আজ টুইটারে কঙ্গনা লেখেন, "সানি লিওন কখনও আমাদের রোল মডেল হতে পারে না । এমন একটি মন্তব্য করে উদারবাদীদের আক্রমণের মুখে পড়তে হয়েছিল এক নামী লেখককে । সানিকে গোটা দেশ ও ইন্ডাস্ট্রি একজন শিল্পী হিসেবে গ্রহণ করেছে । কিন্তু, এখন নকল নারীবাদীরা পর্ন তারকাদের নিচ হিসেবে দেখে ।"

উর্মিলার সঙ্গে কঙ্গনার বাকযুদ্ধ শুরু কয়েকদিন আগেই । সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রির মাদক যোগ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা । এর প্রেক্ষিতে তাঁকে উর্মিলা বলেছিলেন, "কঙ্গনা যখন ড্রাগ সার্কিট নিয়ে এত চিন্তিত, তাহলে লড়াইয়ের শুরুটা তাঁর নিজের রাজ্য থেকেই করা উচিত । গোটা দেশ মাদকচক্রের শিকার । কঙ্গনা কি জানেন না, হিমাচলই মাদক ব্যবসার উত্‍সস্থল ?"

এরপরই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কঙ্গনা বলেন, "উর্মিলা তো সফট পর্নস্টার ছিলেন । আর যাই হোক উনি অভিনয় দক্ষতার জন্য কোনওদিনই পরিচিত ছিলেন না । সফট পর্নে অভিনয় করার জন্যই তিনি বিখ্যাত হয়েছেন । সফট পর্ন করার পরও যদি তিনি নির্বাচনে টিকিট পেতে পারেন তাহলে আমিই বা কেন পাব না ?"

আরও পড়ুন : "উর্মিলা সফট পর্নস্টার হয়ে ভোটের টিকিট পেতে পারে, আমি পারব না ?"

এদিকে উর্মিলার এই অপমান মেনে নিতে পারেননি বলিউড ইন্ডাস্ট্রির একাধিক তারকা । তাঁর পাশে দাঁড়ান স্বরা ভাস্কর থেকে শুরু করে অনুভব সিহনা, ফারহা খান, পূজা ভট্ট সহ আরও অনেকে । এমনকী, এই মন্তব্যের জন্য নেটিজ়েনদের একাংশের আক্রমণের মুখেও পড়েন কঙ্গনা । তারপরই টুইট করে সাফাই দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details