মুম্বই : একটা মাত্র কোষ থেকে পূর্ণ শরীর হয়ে ওঠার পিছনে আমাদের মায়েদের কতটা অবদান থাকে, কতটা যন্ত্রণা, কতটা রক্তপাত থাকে, সেটা নিজের কবিতায় ফুটিয়ে তুলেছেন কঙ্গনা ।
পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, মায়ের কোল, মায়ের গন্ধকে মিস করেন কঙ্গনা । সুন্দর লেখনীতে মনের ভাবে প্রকাশ করেছেন অভিনেত্রী ।