পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Kangana on South films success : দক্ষিণী ছবির সাফল্যের কারণ দর্শালেন কঙ্গনা, দিলেন সাবধানবাণীও - Kangana Ranaut on south stars success

শেষ কয়েক বছরে দক্ষিণী ছবির অসামান্য সাফল্যের বেশ কয়েকটি কারণ দর্শালেন বলি সুন্দরী কঙ্গনা রানওয়াত এবং একইসঙ্গে দিলেন সাবধানবাণীও (Kangana Ranaut on south stars success) ৷ তাঁর মতে, দক্ষিণী ইন্ডাস্ট্রির উচিত বলিউড যাতে তাঁদের দুর্নীতিপরায়ন না করতে পারে সেদিকে খেয়াল রাখা ৷

Kangana on South films success
দক্ষিণী ছবির সাফল্যের কারণ দর্শালেন কঙ্গনা

By

Published : Jan 24, 2022, 2:29 PM IST

মুম্বই, 24 জানুয়ারি: বলিসুন্দরী কঙ্গনা রানওয়াত এবার মুখ খুললেন শেষ কয়েক বছরে দক্ষিণী ছবির অসামান্য সাফল্য নিয়ে (Kangana decodes the success of South Films) ৷ প্রযোজক তথা অভিনেত্রী কঙ্গনার মতে, দক্ষিণী ছবি বাহুবলী-ই হোক বা একবারে সাম্প্রতিক পুস্পা: দ্য রাইজ-এর দেশব্যাপী বিপুল সাফল্যই হোক, এর পিছনে সবচেয়ে বড় কারণ হল দক্ষিণী অভিনেতাদের 'মূল ভারতীয় সংস্কৃতির একেবারে গভীরে প্রোথিত'৷ অবশ্য শুধু একটি নয়, মোট তিনটি কারণ উল্লেখ করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী ৷

রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, "কয়েকটা কারণ যার জেরে দক্ষিণী ছবি এবং তারকরা এত সাফল্য পাচ্ছেন 1. তাঁদের মূল ভারতীয় সংস্কৃতির একেবারে গভীরে প্রোথিত 2. তাঁরা তাঁদের পরিবারকে ভালবালেন এবং তাঁদের সম্পর্কগুলির পশ্চিমীকরণ হয়ে যায়নি বরং এখনও চিরাচরিত 3.তাঁদের প্রফেশনালিজম এবং কাজের প্রতি প্যাশনের কোন তুলনা নেই ৷" কঙ্গনা এর আগেও একাধিকবার বলিউড এবং পরিবারবাদ বিষয়ে মুখ খুলেছেন ৷ তাঁর মতে, বলিউডে অনেক ভাল প্রতিভা চাপা পড়ে যায় পরিবারতন্ত্র এবং অন্যান্য দুর্নীতির কারণে ৷

আরও পড়ুন : 'বাবা বেবি ও' ছবির ট্রেলার দেখে যিশুকে শুভেচ্ছা জানালেন চিরঞ্জিবী

তাই তিনি একই সঙ্গে এও লেখেন, দক্ষিণী ইন্ডাস্ট্রির উচিত বলিউড যাতে তাঁদের দুর্নীতিপরায়ন না করতে পারে, সেদিকে খেয়াল রাখা ৷ প্রসঙ্গত, শেষ ছবিতে তামিলনাডুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা ৷ বায়োপিকটির নাম "থালাইভি"৷ আগামীতে ঢাকাড, তেজস, মনিকর্ণিকা রিটার্নস-এর বেশ কয়েকটি ছবি করতে চলেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details