মুম্বই, 24 জানুয়ারি: বলিসুন্দরী কঙ্গনা রানওয়াত এবার মুখ খুললেন শেষ কয়েক বছরে দক্ষিণী ছবির অসামান্য সাফল্য নিয়ে (Kangana decodes the success of South Films) ৷ প্রযোজক তথা অভিনেত্রী কঙ্গনার মতে, দক্ষিণী ছবি বাহুবলী-ই হোক বা একবারে সাম্প্রতিক পুস্পা: দ্য রাইজ-এর দেশব্যাপী বিপুল সাফল্যই হোক, এর পিছনে সবচেয়ে বড় কারণ হল দক্ষিণী অভিনেতাদের 'মূল ভারতীয় সংস্কৃতির একেবারে গভীরে প্রোথিত'৷ অবশ্য শুধু একটি নয়, মোট তিনটি কারণ উল্লেখ করেছেন জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেত্রী ৷
রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, "কয়েকটা কারণ যার জেরে দক্ষিণী ছবি এবং তারকরা এত সাফল্য পাচ্ছেন 1. তাঁদের মূল ভারতীয় সংস্কৃতির একেবারে গভীরে প্রোথিত 2. তাঁরা তাঁদের পরিবারকে ভালবালেন এবং তাঁদের সম্পর্কগুলির পশ্চিমীকরণ হয়ে যায়নি বরং এখনও চিরাচরিত 3.তাঁদের প্রফেশনালিজম এবং কাজের প্রতি প্যাশনের কোন তুলনা নেই ৷" কঙ্গনা এর আগেও একাধিকবার বলিউড এবং পরিবারবাদ বিষয়ে মুখ খুলেছেন ৷ তাঁর মতে, বলিউডে অনেক ভাল প্রতিভা চাপা পড়ে যায় পরিবারতন্ত্র এবং অন্যান্য দুর্নীতির কারণে ৷