মুম্বই : বিতর্ক কোনওভাবেই পিছু ছাড়ছে না কঙ্গনা রানাওয়াতের । কয়েকদিন আগে এক বৃদ্ধার কৃষক আন্দোলনে যোগ দেওয়া নিয়ে একটি টুইট করেছিলেন তিনি । আসলে সেই বৃদ্ধার সঙ্গে 'শাহিনবাগের দাদি' বিলকিস বানোকে গুলিয়ে ফেলেছিলেন । এদিকে নিজের ভুল বুঝতে পেরেই সেই টুইট মুছে ফেলেন অভিনেত্রী । কিন্তু, ততক্ষণে যা হওয়ার তা হয়েই গিয়েছিল । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কঙ্গনার সেই টুইটের স্ক্রিন শট । এরপর প্রকাশ্যে ক্ষমা চাইতে বলে কঙ্গনাকে আইনি নোটিশও পাঠান এক আইনজীবী । আর এবার এনিয়েই তাঁকে 'অন্ধ' বলে আক্রমণ করলেন দিলজিৎ দোসাঞ্জ ।
কৃষক আন্দোলনে যোগ দেওয়া ওই বৃদ্ধার আসল নাম মহিন্দর কউর । তাঁর স্বামী পেশায় একজন কৃষক । আর তাই কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে সামিল হয়েছিলেন তিনি । সোশাল মিডিয়ার একাধিক জায়াগায় ছড়িয়ে পড়ে তাঁর ছবি । 'শাহিনবাগের দাদি' বিলকিস বানোর সঙ্গে তাঁকে গুলিয়ে ফেলেছিলেন একাধিক নেটিজ়েন । আর সেই রকমই একটি টুইটের স্ক্রিন শট ফের শেয়ার করে কঙ্গনা লিখেছিলেন, "হা হা হা, ইনিই সেই দাদি । যাঁকে টাইম ম্যাগাজ়িনের প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায় পাওয়া যায় । 100 টাকার বিনিময়ই এঁকে পাওয়া যায় । আন্তর্জাতিক মঞ্চে ভারতকে অপমান করার জন্যই পাকিস্তানি সাংবাদিকরা এঁকে ব্যবহার করেন । আন্তর্জাতিক মঞ্চে আমাদের কথা বলার জন্য নিজেদের লোক দরকার ।"