মুম্বই : ১৭তম লোকসভা নির্বাচনের কাউন্টিং শুরু হতেই NDA জোট এগিয়ে যেতে থাকে। কয়েকঘণ্টার মধ্যেই স্পষ্ট হয় যায় যে এবারও সরকার গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে শুভেচ্ছা জানিয়ে কঙ্গনা পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেন।
কঙ্গনা লেখেন, "মানুষের উচ্ছাঙ্খার জন্য মোদিজি আইডিয়া, ভিশন ও স্ট্রেনথের উপর স্ট্যান্ড নিয়েছেন।...আমরা আজ যেখানে দাঁড়িয়ে আছি, আগামীর স্বপ্ন দেখছি...মোদিজির সঙ্গে আমরা একটা দেশ হিসেবে তৈরি হচ্ছি।" পাশাপাশি তিনি আরও জানান যে BJP-র এই জয়কে পরিবারের সঙ্গে সেলিব্রেট করছেন।