পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমি যদি তোর মাকে গালি দিই..", মাত্রা ছাড়ালেন কঙ্গনা - কঙ্গনা রানাওয়াতের খবর

ফের শুরু তাপসী পান্নু আর কঙ্গনা রানাওয়াতের টুইট যুদ্ধ । তবে এবার আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়ালেন রানাওয়াত ।

taapsee pannu on kangana ranaut
taapsee pannu on kangana ranaut

By

Published : Feb 4, 2021, 8:00 PM IST

মুম্বই : কঙ্গনা রানাওয়াতের টুইট দেখে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে টুইটার কর্তৃপক্ষ । সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো থেকে শুরু করে কারও মাথা কেটে দেওয়ার উপদেশ, কিছুই বাদ দিচ্ছেন না কঙ্গনা । আর তাঁকে নিয়ে টুইট করে বিপাকে পড়লেন তাপসী পান্নু ।

কারণ তাপসীকে আক্রমণ করতে গিয়ে মাত্রা ছাড়ালেন কঙ্গনা । তাপসী বলেন যে, "একটি টুইট যদি তোমার একতাকে নাড়িয়ে দেয়, একটি জোক যদি তোমার বিশ্বাসকে কাঁপিয়ে দেয়, একটি টিভি শো যদি তোমার ধর্মবোধকে আঘাত করে, তাহলে তোমার নিজের নৈতিকতাকে আরও মজবুত করা দরকার । অন্য কারও হয়ে কথা বলার আগে নিজেকে শোধরানো দরকার ।"

তাপসীর এই পোস্ট যে কঙ্গনাকে নিয়ে সেটা বলাইবাহুল্য । তবে পোস্টটি দেখে কঙ্গনা চুপ করে থাকবেন তা হয় নাকি ? পালটা পোস্টে রানাওয়াত যা লিখলেন, তা ভোলার নয় ।

তিনি লিখলেন, "যদি তোর মাকে গালি দিই তাহলে তোর বিশ্বাস কেঁপে উঠবে বোকা ?" তাপসীকে 'অন্য লোকের রুটি খাওয়া পোষ্য' বলতেও ছাড়লেন কঙ্গনা । দেখে নিন তাঁর পুরো টুইট...

টুইট যুদ্ধ..

ABOUT THE AUTHOR

...view details