মুম্বই : সম্প্রতি সোনম কাপুর নিজের টুইটারে গান্ধিজীর সেই বিখ্যাত উক্তিটি লেখেন, "An eye for an eye makes the whole world blind" । কঙ্গনার অফিস ভাঙার পরেই সোনম এই মন্তব্য করেন । তিনি এটাই বোঝাতে চান যে, হিংসা ছড়ালে হিংসার শিকার হতে হয়, যেটা হতে হয়েছে কঙ্গনাকে । সোনমের এই মন্তব্যের পর কঙ্গনা কি চুপ থাকবেন ?
এক সংবাদমাধ্যমে সোনমের বক্তব্যটি নিয়ে একটি খবর করা হয়েছে । খবরটি নিজের পেজে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, "হঠাৎ করে মাফিয়া দলের লোকজন রিয়াজী-র জন্য ন্যায়ের দাবি করতে শুরু করেছেন । আমার বাড়ি ভাঙার মাধ্যমে চলছে তাদের লড়াই । আমার লড়াই কিন্তু মানুষের জন্য ।"