মুম্বই : 2008 সালে 'কাই পো চে' দিয়ে বড় পরদার যাত্রা শুরু করেছিলেন সুশান্ত সিং রাজপুত । কিন্তু, 7 বছরের এই ক্যারিয়ারে একাধিক বাধার মুখোমুখি হন তিনি । কখনও শুটিংয়ের মাঝে তাঁর ছবি বন্ধ হয়ে গিয়েছে, আবার কখনও ছবি থেকে বাদ পড়েছেন । এছাড়া মিটু বিতর্কেও নাম জড়িয়ে পড়েছিল তাঁর । 'দিল বেচারা'-র শুটিং চলাকালীন নাকি তাঁর বিরুদ্ধে সেটের মধ্যে অশালীন ব্যবহার করার অভিযোগ এনেছিলেন সঞ্জনা সাঙ্ঘি । পরে অবশ্য ওই অভিযোগ সঠিক নয় বলে জানিয়েছিলেন অভিনেত্রী । যা অনেকটা অক্সিজেন জোগায় সুশান্তকে । তারপর এই বিষয়ে আর কোনও মন্তব্য করতে দেখা যায়নি সঞ্জনাকে । তবে সম্প্রতি সুশান্তের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা জানিয়ে একাধিকবার সোশাল মিডিয়ায় পোস্ট করেন তিনি । যা নিয়ে এবার কঙ্গনা রানাওয়াতের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে ।
সুশান্তের মৃত্যু নিয়ে সবথেকে বেশি সরব হতে দেখা গিয়েছে কঙ্গনাকে । ইন্ডাস্ট্রির চাপেই সুশান্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন বলে দাবি তোলেন তিনি । আর সেই কারণে ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন প্রথম সারির তারকা, পরিচালক ও প্রযোজককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অভিনেত্রীকে । বাদ দেননি সঞ্জনা সাঙ্ঘিকেও ।
আগামীকাল ডিজ়নি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'দিল বেচারা'। সোশাল মিডিয়ায় ছবির বিভিন্ন বিষয় প্রচার করতে দেখা যায় সঞ্জনাকে । এমনকী, সুশান্তের না থাকা যে তাঁকে কতটা নাড়া দিয়ে গিয়েছে সেকথাও উল্লেখ করেন তিনি । পাশাপাশি তুলে ধরেন সুশান্তের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও । এর জন্যই কঙ্গনার কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে ।