মুম্বই : মাতৃত্বের স্বাদ প্রথমে বুঝতেই পারেননি কালকি কেঁকলা । পরে গর্ভস্থ সন্তানের হৃদস্পন্দন শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন । তবে প্রেগন্যান্ট বলেই যে এখনই তাঁকে বিয়ে করতে হবে তা কখনওই নয় । সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই ।
গাই হার্সবার্গের সঙ্গে সম্পর্কে রয়েছেন কালকি । কয়েক মাস আগেই নিজের প্রেগন্যান্সির কথা জানিয়েছিলেন তিনি । সোশাল মিডিয়ায় একাধিক ছবিও পোস্ট করেছেন । কিন্তু, মাতৃত্বের স্বাদ প্রথমে বুঝতে পারেননি কালকি । বলেন, "ভাবিনি যে মা হব । প্রথম দু'মাস মাতৃত্বের স্বাদ বুঝতে পারিনি । মনে কোনও কেউ যেন ভেতর থেকে আমাকে শুষে নিচ্ছে । কিন্তু, যখন প্রথম গর্ভস্থ সন্তানের হৃদস্পন্দন শুনলাম তখন উত্তেজিত হয়ে গিয়েছিলাম ।" জানুয়ারিতেই সম্ভবত সন্তানের জন্ম দেবেন তিনি ।