মুম্বই : মাতৃত্বকে সম্পূর্ণ রূপে উপভোগ করছেন কালকি । সদ্যোজাত সাফোকে নিয়ে লকডাউন কাটছে তাঁর । মেয়েকে ঘুম পাড়ানোর জন্য প্রতিদিনই কোনও না কোনও গান বেছে নেন কালকি । ইউকেলেলি বাজিয়ে তিনি নিজেই সেই গান করেন । এবার কালকি বাছলেন একটি বাংলা গান ।
'ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এস' শোনেনি এমন বাঙালি বোধহয় পাওয়া যাবে না । গানটা শুনলেই নস্ট্যালজিক হয়ে পড়ে বাঙালি । তবে এবার এই গান শোনা গেল কালকির মুখে ।