পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

বাংলা গান গেয়ে মেয়েকে ঘুম পাড়ালেন কালকি - কাল্কি কেঁকলার খবর

মেয়েকে ঘুম পাড়ানোর জন্য বাংলা ঘুম পাড়ানি গান বেছে নিলেন কালকি । সেই গান শুনে হাসি থামে না মেয়ে সাফোর । ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায় ।

kalki koechin bengali lulaby
kalki koechin bengali lulaby

By

Published : May 12, 2020, 8:42 PM IST

মুম্বই : মাতৃত্বকে সম্পূর্ণ রূপে উপভোগ করছেন কালকি । সদ্যোজাত সাফোকে নিয়ে লকডাউন কাটছে তাঁর । মেয়েকে ঘুম পাড়ানোর জন্য প্রতিদিনই কোনও না কোনও গান বেছে নেন কালকি । ইউকেলেলি বাজিয়ে তিনি নিজেই সেই গান করেন । এবার কালকি বাছলেন একটি বাংলা গান ।

'ঘুমপাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এস' শোনেনি এমন বাঙালি বোধহয় পাওয়া যাবে না । গানটা শুনলেই নস্ট্যালজিক হয়ে পড়ে বাঙালি । তবে এবার এই গান শোনা গেল কালকির মুখে ।

বহু প্রচলিত এই বাংলা ঘুম পাড়ানি গান গেয়েই সাফোকে ঘুম পাড়ালেন অভিনেত্রী । আর মেয়েও তেমন খুশি । হাত-পা ছুড়ে সে জানান দিল যে, বেশ উপভোগ করছে সে এই গান ।

মাতৃদিবসে ভিডিয়োটি শেয়ার করেছিলেন কালকি । এর থেকে উপযুক্ত দিন আর কী হতে পারে মা-মেয়ের এই রসায়ন ছুঁয়ে দেখার । সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো । শুধু ইনস্টাগ্রামে নয়, ফেসবুক টুইটারেও ছেয়ে গেছে ভিডিয়োটি ।

আপনারাও দেখে নিন..

ABOUT THE AUTHOR

...view details