পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

অক্টোবর এসে গিয়েছে, বিশ্বাসই হচ্ছে না কাজলের - kajol quip

আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন কাজল । ক্যাপশনে লেখেন, "অক্টোবর চলে এল ? ঠিক, এখন যে যখন খুশি আমাকে ক্রিসমাসের শুভেচ্ছাও জানাবে ।"

asd
asd

By

Published : Oct 1, 2020, 6:31 PM IST

মুম্বই : আর মাত্র দুটো মাস । তারপরই শেষ হয়ে যাবে 2020 সাল । দেখতে দেখতেই যেন শেষ হতে চলেছে সালটা । কখন যে অক্টোবর মাস চলে এল সেটা বুঝতেই পারেননি কাজল ।

আজ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কাজল । সেখানে তাঁর 1997 সালের ব্লকবাস্টার সিনেমা 'ইশক'-এর একটি লুক পোস্ট করেন তিনি । এই ছবিতে অজয় দেবগনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাঁকে । এছাড়া আমির খান ও জুহি চাওলা ছিলেন ছবিতে । এই ছবি মুক্তির দু'বছর পর অজয়কে বিয়ে করেন কাজল ।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, "অক্টোবর চলে এল ? ঠিক, এখন যে যখন খুশি আমাকে ক্রিসমাসের শুভেচ্ছাও জানাবে ।"

দু'দিন আগে ইনস্টাগ্রামে একের পর এক ছবি পোস্ট করছিলেন কাজল । অনুরাগীদের ভালো ছবি তোলার কৌশল শেখাচ্ছিলেন তিনি । বিভিন্ন পোজ়ে তিনটি ছবি পোস্ট করেছিলেন ।

শীঘ্রই ডিজিটালে ডেবিউ করতে চলেছেন কাজল । রেণুকা শাহানে পরিচালিত 'ত্রিভাঙ্গা'-তে দেখা যাবে তাঁকে ।

ABOUT THE AUTHOR

...view details