পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

মারাঠি লুকে কাজল, প্রকাশ্যে ছবির পোস্টার - কাজল তানহাজি

মাথায় ঘোমটা, চোখে কাজল, নাকে নথ, কপালে টিপ । ছবিতে সম্পূর্ণ মারাঠা মহিলার লুকে দেখা যাবে কাজলকে । পোস্টারটি শেয়ার করেছেন অজয় দেবগন ।

fg

By

Published : Nov 18, 2019, 1:32 PM IST

মুম্বই : মুক্তি পেল 'তানহাজি : দা আনসাং ওয়ারিয়র'-এ কাজলের ফার্স্টলুক পোস্টার । ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে তাঁকে । প্রায় 10 বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা ।

ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে ।

মাথায় ঘোমটা, চোখে কাজল, নাকে নথ, কপালে টিপ । ছবিতে সম্পূর্ণ মারাঠা মহিলার লুকে দেখা যাবে তাঁকে । পোস্টারটি শেয়ার করেছেন অজয় দেবগন ।

পাশাপাশি কাজল লিখেছেন, "আমি আপনাকে কখনও হারতে দেব না ।"

কাজলের চরিত্র প্রসঙ্গে পরিচালক ওম রাউত বলেন, "সাবিত্রীবাই মালুসারে খুবই গুরুত্বপূর্ণ চরিত্র । সর্বদা স্বামীর পাশে থাকতেন তিনি । এমনকী, যুদ্ধেও তাঁকে সাহায্য করতেন । স্বামী যুদ্ধ করতে গেলে দুর্গ সামলাতেন স্ত্রী ।"

অজয় ও কাজল ছাড়া ছবিতে রয়েছেন সইফ আলি খানও । এর আগে মুক্তি পেয়েছে বাকি পোস্টারগুলি ।

ABOUT THE AUTHOR

...view details