মুম্বই : মুক্তি পেল 'তানহাজি : দা আনসাং ওয়ারিয়র'-এ কাজলের ফার্স্টলুক পোস্টার । ছবিতে অজয় দেবগনের বিপরীতে দেখা যাবে তাঁকে । প্রায় 10 বছর পর ফের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন তাঁরা ।
ছবিতে সুবেদার তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন । 17-র দশকে মারাঠি সেনার প্রধান ছিলেন তিনি । স্ক্রিনে তাঁর স্ত্রীর চরিত্রে দেখা যাবে কাজলকে । তাঁর চরিত্রের নাম সাবিত্রীবাই মালুসারে ।
মাথায় ঘোমটা, চোখে কাজল, নাকে নথ, কপালে টিপ । ছবিতে সম্পূর্ণ মারাঠা মহিলার লুকে দেখা যাবে তাঁকে । পোস্টারটি শেয়ার করেছেন অজয় দেবগন ।