মুম্বই : তিনি নারীবাদী । একাধিক সাক্ষাৎকারে জোর গলায় একথা জানিয়েছেন কাজল নিজেই । মহিলাদের পাশে দাঁড়ানোর আবেদনও করেছেন বারবার । তবে নারীবাদের ব্যাখ্যা তাঁর কাছে আলাদা । সেকথাও একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন তিনি । কিন্তু তাঁকে লক্ষ্য করে যদি কোনও দিন কেউ বলে থাকে বা বলে যে তুমি নারীবাদী তাহলে তাঁর উত্তর কী হবে ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এরও উত্তর দিয়েছেন কাজল । যিনি একথা বলবেন তাঁর উদ্দেশে কী বলবেন তাও স্পষ্ট করে জানিয়েছেন । তিনি বলবেন, "আমি যদি ফেমিনিস্ট হই তাহলে তুমি মেল সভিনিস্ট পিগ ।"
যদিও অনেকের মতে নারীবাদী মানেই শুধুমাত্র নারীর পক্ষে কথা বলা একেবারেই নয় । নারীবাদী কথাটার বৃহত্তর অর্থ রয়েছে । যাঁরা নারীবাদী তাঁরা পুরুষ বিরোধী একেবারেই নন । তাঁরা দরকার পড়লে পুরুষের পক্ষে কথা বলতেও পিছপা হন না । আসলে তাঁরা লিঙ্গ বৈষম্যের বিরোধী । তাঁদের মতে মহিলা পুরুষের জন্য যে আলাদা নিয়ম রয়েছে সেটা থেকে বেরিয়ে আসা দরকার । কাজলের গলাতেও অনেক সময় একথা শোনা গেছে ।