পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

আমাকে যে ফেমিনিস্ট বলে সে মেল সভিনিস্ট পিগ : কাজল - মেল সভিনিস্টিক পিগ

তিনি নারীবাদী । আর একথা একাধিকবার বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন কাজল । কিন্তু, যদি এই নিয়ে তাঁকে কোনও দিন কেউ কিছু বলে তাহলে তার উত্তরে তিনি কী বলবেন সেটা সাম্প্রতিক সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন তিনি নিজেই । তিনি বলবেন, "আমি যদি ফেমিনিস্ট হই তাহলে তুমি মেল সভিনিস্ট পিগ ।"

ংমন
ংনম

By

Published : Mar 13, 2020, 2:06 PM IST

Updated : Mar 13, 2020, 7:08 PM IST

মুম্বই : তিনি নারীবাদী । একাধিক সাক্ষাৎকারে জোর গলায় একথা জানিয়েছেন কাজল নিজেই । মহিলাদের পাশে দাঁড়ানোর আবেদনও করেছেন বারবার । তবে নারীবাদের ব্যাখ্যা তাঁর কাছে আলাদা । সেকথাও একাধিকবার স্পষ্ট করে দিয়েছেন তিনি । কিন্তু তাঁকে লক্ষ্য করে যদি কোনও দিন কেউ বলে থাকে বা বলে যে তুমি নারীবাদী তাহলে তাঁর উত্তর কী হবে ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এরও উত্তর দিয়েছেন কাজল । যিনি একথা বলবেন তাঁর উদ্দেশে কী বলবেন তাও স্পষ্ট করে জানিয়েছেন । তিনি বলবেন, "আমি যদি ফেমিনিস্ট হই তাহলে তুমি মেল সভিনিস্ট পিগ ।"

যদিও অনেকের মতে নারীবাদী মানেই শুধুমাত্র নারীর পক্ষে কথা বলা একেবারেই নয় । নারীবাদী কথাটার বৃহত্তর অর্থ রয়েছে । যাঁরা নারীবাদী তাঁরা পুরুষ বিরোধী একেবারেই নন । তাঁরা দরকার পড়লে পুরুষের পক্ষে কথা বলতেও পিছপা হন না । আসলে তাঁরা লিঙ্গ বৈষম্যের বিরোধী । তাঁদের মতে মহিলা পুরুষের জন্য যে আলাদা নিয়ম রয়েছে সেটা থেকে বেরিয়ে আসা দরকার । কাজলের গলাতেও অনেক সময় একথা শোনা গেছে ।

শুধু ফেমিনিজ়ম নিয়েই নয় । মেয়ে নাইসার ট্রোল হওয়া প্রসঙ্গেও এবার মুখ খুলেছেন কাজল । পোশাক থেকে শুরু করে মেকআপ যে কোনও কারণেই একাধিকবার সোশাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন নাইসা । আর এই বিষয়গুলি শোনার পর যে কোনও মায়েই খারাপ লাগতে বাধ্য । যা ব্যতিক্রম হয়নি কাজলের ক্ষেত্রেও । এ প্রসঙ্গে তিনি বলেন, "এই অভিজ্ঞতা এক কথায় ভয়াবহ । সন্তানদের গায়ে যদি একটু চোট লাগে তাহলেই মন খারাপ হয়ে যায় । মায়েরা সব সময় ভাবতে থাকেন যেন সন্তানের গায়ে একটা আঁচোড়ও না পড়ে । কিন্তু, যখন ট্রোলের মতো বিষয়গুলি সামনে আসে তখন খুব খারাপ লাগে ।"

আর সোশাল মিডিয়ায় ট্রোলডের মতো বিষয়গুলিতে খুব একটা গুরুত্ব না দেওয়ার কথা আগে থেকেই সন্তানদের শিখিয়ে রেখেছিলেন কাজল । এ প্রসঙ্গে ওই সাক্ষাৎকারে তিনি বলেন, "সন্তানদের এটা বোঝানো উচিত যে সোশাল মিডিয়া সমাজের একটা ছোটো অংশ । যাদের এড়িয়ে চলাই ভালো । মহিলাদের সম্মান দেওয়ার পরামর্শ দিই ছেলেকে । মেয়েকেও বলি আত্মসম্মান হল সবথেকে বড় বিষয় ।"

Last Updated : Mar 13, 2020, 7:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details