পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

চোর-পুলিশ খেলছেন কাজল ? - কাজলের খবর

মাস্কের আড়ালে থেকে চোর-পুলিশ খেলছেন কাজল ?

kajol masked
kajol masked

By

Published : Oct 4, 2020, 1:49 PM IST

মুম্বই : আমাদের নিউ নর্মাল জীবনে মাস্ক একটা অপরিহার্য অ্যাক্সেসারিতে পরিণত হয়েছে । সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেবরা...সবার মুখে এখন রঙবেরঙের মাস্ক । কাজলও মাস্ক পরে একটি ছবি পোস্ট করেছেন সোশাল মিডিয়ায় ।

মাস্ক যখন পরতেই হবে, তখন সেটাকে সাজিয়ে-গুছিয়ে পরাই ভালো । তাই এখন বাজারে বেরিয়ে গেছে হরেক রকমের মাস্ক । আজকাল তো বিয়ের কনেরাও বেনারসি শাড়ির সঙ্গে ম্যাচ করে মাস্ক পরছেন । কেউ আবার পরছেন নিজের নাম লেখা মাস্ক । জামাকাপড়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়ে উঠছে আরও একটা ইন্ডাস্ট্রি ।

কাজল তাঁর সাম্প্রতিক পোস্টে নো মেকআপ লুকে একটি ছবি শেয়ার করেছেন । মেকআপ না থাকলেও, মাস্ক আছে অবশ্যই । ক্যাপশনে কাজল লিখেছেন, "চল চোর-পুলিশ খেলি, কেউ খেলবে আমার সঙ্গে ?"

মাস্কের আড়ালে মুখ লুকিয়ে সেই শৈশবের প্রিয় খেলার কথাই মনে পড়ে যাচ্ছে কাজলের । দেখে নিন অভিনেত্রীর পোস্ট...

ABOUT THE AUTHOR

...view details