পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

রান্না করেন না কাজল, তবে অজয়কে রান্নার জন্য খোঁচাতে থাকেন - কাজলের খবর

নিজে রান্না করেন না কাজল । তবে পুরো দিন অজয় দেবগনকে রান্না করার জন্য খোঁচাতে থাকেন । সম্প্রতি সোশাল মিডিয়া চ্য়াটে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে প্রকাশ করলেন কাজল ।

kajol latest news
kajol latest news

By

Published : May 3, 2020, 7:19 PM IST

মুম্বই : সেলেব্রিটিরা এখন সোশাল মিডিয়ার মাধ্য়মেই ফ্যানেদের সঙ্গে কথাবার্তা বলছেন । টুইটার বা ইনস্টাগ্রামই এখন তাঁদের জানলা হয়ে উঠেছে । সম্প্রতি কাজল টুইটারের মাধ্য়মে একটি প্রশ্নোত্তর পর্ব খেললেন ফ্যানেদের সঙ্গে । সেখানে সকলের করা প্রশ্নের উত্তর দিলেন কাজল ।

এক ফ্যান অভিনেত্রীকে প্রশ্ন করেন, "এখন কি আপনি রান্না করছেন ? সময় কাটাতে আপনি আর অজয় দেবগন কী করছেন ?"

উত্তরে কাজল বলেন, "আমি রান্না করি না । তবে আমি খেতে ভালোবাসি । সারাদিন নিজের ভালোলাগার কাজ করে আর একটু ওয়ার্কআউট করে সময় কাটছে আমার ।"

এরপর এক ফ্যান প্রশ্ন করেন, "এই লকডাউনে অজয় দেবগন কতবার রান্না করেছেন আপনার জন্য ?"

এরও উত্তর দেন কাজল । বলেন, "আমি ওকে সারাদিন ধরে খোঁচাই রান্না করার জন্য । তবে এখনও অবধি ও রান্নাঘরে ঢোকেনি ।"

টুকটাক প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে ফ্যানেরা অজয়-কাজলের অন্দরমহলের একটা ঝলক পেলেন ।

ABOUT THE AUTHOR

...view details