মুম্বই : সেলেব্রিটিরা এখন সোশাল মিডিয়ার মাধ্য়মেই ফ্যানেদের সঙ্গে কথাবার্তা বলছেন । টুইটার বা ইনস্টাগ্রামই এখন তাঁদের জানলা হয়ে উঠেছে । সম্প্রতি কাজল টুইটারের মাধ্য়মে একটি প্রশ্নোত্তর পর্ব খেললেন ফ্যানেদের সঙ্গে । সেখানে সকলের করা প্রশ্নের উত্তর দিলেন কাজল ।
এক ফ্যান অভিনেত্রীকে প্রশ্ন করেন, "এখন কি আপনি রান্না করছেন ? সময় কাটাতে আপনি আর অজয় দেবগন কী করছেন ?"
উত্তরে কাজল বলেন, "আমি রান্না করি না । তবে আমি খেতে ভালোবাসি । সারাদিন নিজের ভালোলাগার কাজ করে আর একটু ওয়ার্কআউট করে সময় কাটছে আমার ।"