মুম্বই : কাজলকে দেখে যতই ছটফটে মনে হোক না কেন, আদতে তিনি গভীর মনস্তত্বিক একজন মানুষ । সবসময় আনন্দে থাকেন, মজা করেন...তার কারণ কাজলের জীবন কখনও তাঁর নিয়ন্ত্রণ থেকে বেরোয়নি ।
আনন্দের খোঁজ দিতে গিয়ে একই কথা বললেন কাজল । "আনন্দে পৌঁছনোর রাস্তাটা কখনও মসৃণ থাকবে না, সেটা সবসময় আন্ডার কনস্ট্রাকশন থাকবে । কিন্তু, কোনও চিন্তা নেই । পথটা অতিক্রম করার জন্য আমার SUV গাড়ির বড় চারটে চাকা আছে"..লিখেছেন অভিনেত্রী ।