পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সামনে এল 'কবীর সিং'-এর ট্রেলার - Shahid Kapoor

সামনে এল দক্ষিণী ছবি 'অর্জুন সিং'-এর রিমেক 'কবীর সিং'-এর ট্রেলার। মুখ্য চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুর ও কিয়ারা আডবানি।

কবীর সিং

By

Published : May 13, 2019, 4:36 PM IST

মুম্বই : ডাক্তারি পড়ুয়া। রগচটা একটা মানুষ। রয়েছে প্রেমিকাও। মদ ছাড়া দিন কাটে না। ড্রাগ অ্যাডিক্ট। দক্ষিণী ছবি 'অর্জুন সিং'-এর রিমেক 'কবীর সিং'-এ শাহিদকে দেখা যাবে কবীরের চরিত্রে। আজ সামনে এল ছবির ট্রেলার।

২ মিনিট ৪৩ সেকেন্ডের ট্রেলারে ধরা দিয়েছে শাহিদের অন্য একরূপ। উড়তা পঞ্জাব, হায়দার বা কামিনের পর এবার কবীর সিংয়েও শাহিদকে দর্শক পাবে একেবারে অন্যভাবে। ছবিটি পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।


ছবি জুড়ে আছে অ্যাকশন। দক্ষিণের অর্জুন রেড্ডির সঙ্গে এই ছবির মিল রয়েছে অনেকটাই। এককথায় রিমেক মানে তো তাই বোঝায়। তাই ট্রেলার দেখে অনেকেই বলছেন, চিত্রনাট্যে বদল সেভাবে চোখে পড়েনি।

অর্জুন রেড্ডিতে মুখ্য চরিত্রে ছিলেন বিজয় দেবেরাকোন্ডা। সেই জায়গায় শাহিদ নাকি একেবারে মানান সই। এ কথা সোশাল মিডিয়ায় শাহিদ ফ্যানরা বলছেন। যদি কেউ তেলুগু এই ছবি দেখে থাকেন, তাহলে এবার বলিউড স্টাইলে শাহিদের জলবাটাও দেখে নিতে পারেন একবার। আগামী ২১ জুন মুক্তি পাবে ছবিটি। এর মাঝে সামনে আসবে ছবির গান। তাতে নতুন চমক থাকবে বলে জানাচ্ছেন নির্মাতারা।

ABOUT THE AUTHOR

...view details