মুম্বই : পদ্মশ্রী সুরকার বনরাজ ভাটিয়ার জন্য সবাইকে অনুদানের অনুরোধ করলেন অভিনেতা কবির বেদী । কিছুদিন আগেই বনরাজ জানিয়েছিলেন, তাঁর অ্যাকাউন্টে এক টাকাও নেই ।
কবির গতকাল টুইট করে জানান, 92 বছর বয়সি জাতীয় পুরস্কার প্রাপ্ত বনরাজের সঙ্গে দেখা করেন তিনি ।
কবির লেখেন, "আমি গতকাল বনরাজ ভাটিয়ার সঙ্গে দেখা করি । তিনি বরাবরের মতো প্রফুল্ল । কিন্তু হ্যাঁ, এই কঠিন সময়ে সব বন্ধুদের উচিত তাঁকে সাহায্য করা । গিরিশ কর্নাদের নাটক অগ্নি মতু মালে (দা ফায়ার অ্যান্ড দা ওয়াটার)-র উপর তিনি নিজেই একটি অপেরা তৈরি করেছিলেন । এবং তিনি এখন 92 ।"
1988 সালে গোবিন্দ নিহালানির 'তামাস'-র সংগীত পরিচালনা করে সেরা মিউজ়িকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ভাটিয়া । 2012 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় ।