পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

এই কঠিন সময়ে বনরাজ ভাটিয়াকে সাহায্য করুন : কবির বেদী - Kabir Bedi urges people to donate for Vanraj Bhatia

রবিবার পদ্মশ্রী সুরকার বনরাজ ভাটিয়ার সঙ্গে দেখা করেন অভিনেতা কবির বেদী । তারপরই টুইট করে সকলকে তাঁকে সাহায্য করার জন্য আহ্বান জানান তিনি ।

কবির বেদী

By

Published : Sep 17, 2019, 1:02 PM IST

মুম্বই : পদ্মশ্রী সুরকার বনরাজ ভাটিয়ার জন্য সবাইকে অনুদানের অনুরোধ করলেন অভিনেতা কবির বেদী । কিছুদিন আগেই বনরাজ জানিয়েছিলেন, তাঁর অ্যাকাউন্টে এক টাকাও নেই ।

কবির গতকাল টুইট করে জানান, 92 বছর বয়সি জাতীয় পুরস্কার প্রাপ্ত বনরাজের সঙ্গে দেখা করেন তিনি ।

কবির লেখেন, "আমি গতকাল বনরাজ ভাটিয়ার সঙ্গে দেখা করি । তিনি বরাবরের মতো প্রফুল্ল । কিন্তু হ্যাঁ, এই কঠিন সময়ে সব বন্ধুদের উচিত তাঁকে সাহায্য করা । গিরিশ কর্নাদের নাটক অগ্নি মতু মালে (দা ফায়ার অ্যান্ড দা ওয়াটার)-র উপর তিনি নিজেই একটি অপেরা তৈরি করেছিলেন । এবং তিনি এখন 92 ।"

1988 সালে গোবিন্দ নিহালানির 'তামাস'-র সংগীত পরিচালনা করে সেরা মিউজ়িকের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন ভাটিয়া । 2012 সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয় ।

ভাটিয়ার ডিস্কোগ্রাফির অন্তর্গত ছবিগুলির মধ্যে রয়েছে কুন্দন সাহার 'জানে ভি দো ইয়ারো', অপর্ণা সেনের '৩৬ চৌরঙ্গি লেন', প্রকাশ ঝার 'হিপ হিপ হুররে' ।

আরও পড়ুন : "আমার কাছে এক টাকাও নেই", বললেন পদ্মশ্রী বনরাজ ভাটিয়া

1974-র 'অঙ্কুর' থেকে শুরু করে 1996-র 'সরদারি বেগম' পর্যন্ত শ্যাম বেনেগলের সঙ্গে কাজ করেছেন বনরাজ । এই জুটির কয়েকটি জনপ্রিয় প্রোজেক্টে রয়েছে 'মন্থন', 'ভূমিকা', 'জুনুন', 'কলিযুগ', 'মান্ডি', 'ত্রিকাল' ও 'সূরজ কা সাতওয়া ঘোড়া' ।

1989-এ সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ডও পান তিনি । ভাটিয়া লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ মিউজ়িক থেকে ওয়েস্টার্ন ক্লাসিকাল মিউজ়ক শেখেন ।

ABOUT THE AUTHOR

...view details