মুম্বই : হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জুহি চাওলা । আর তার মধ্যেই এবার একটা নতুন কাজ পেয়েছেন তিনি । তার সঙ্গে অবশ্য সিনেমার কোনও সম্পর্ক নেই । ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একেবারেই আলাদা এই কাজ । আসলে কোয়ারেন্টাইনের মধ্যে বাড়ির বাগানে গাছ লাগানোর কাজ পেয়েছেন জুহি । আর মনের আনন্দে সেটাই করছেন তিনি ।
কোরোনা আতঙ্কের জের । গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । হাতে কোনও কাজ না থাকায় তাঁদের সময় যেন কাটছেই না । কখনও বই পড়ে, কখনও রান্না করে, তো কখনও ঘর পরিষ্কার করে সময় কাটাচ্ছেন তাঁরা । তার মধ্যে এই সময়কে হাতিয়ার করে কয়েকজন আবার জাগিয়ে তুলছেন নিজের শিল্পী সত্ত্বাকে । বাদ যাননি জুহিও ।
সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন জুহি । সেখানে বাড়ির বাগানের মধ্যে উবু হয়ে বসে গাছ লাগাতে দেখা গিয়েছে তাঁকে । আর এটাই হল তাঁর নতুন কাজ । বাড়ির বাগানে মেথি, ধনেপাতা ও টম্যাটো গাছ পোঁতেন তিনি । এই কোয়ারেন্টাইনের মধ্যে এটাই হল জুহির নতুন কাজ ।