মুম্বই : লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন সবাই । বন্ধ শুটিং । তাই হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাড়িতেই এখন সময় কাটছে তাঁদের । তবে এই সময় শুটিং ও মেকআপকে মিস করছেন অনেকেই । ব্যতিক্রমী হলেন জুহি চাওলা ।
লকডাউনের মধ্যে এখন বাড়িতেই রয়েছেন জুহি । পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন । কিন্তু, ভালো পোশাক ও মেকআপকে একেবারেই মিস করছেন না বলে জানিয়েছেন তিনি । এখন পাজামাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন ।
সম্প্রতি বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন । যেখানে তাঁর পরনে রয়েছে পিঙ্ক সালোওয়াড় । সম্ভবত কোনও ছবির শুটিংয়ের সময় তোলা হয় ছবিগুলি । ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমি এখন ভালো পোশাক ও মেকআপকে একেবারেই মিস করছি না...পাজামা ও চুলে তেল মেখেই আনন্দ পাচ্ছি ।"