পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুস্থ-স্বাভাবিক মানুষ দেখলে ভয় পাচ্ছেন কঙ্গনা? - রাজকুমার

সমাজের চোখে এক জন অস্বাভাবিক। আর একজন একটু বেশিই স্বাভাবিক। এই দুই মানুষের মোলাকাৎ হলে কেমন হবে বলুন তো? তাও আবার একটা মার্ডার মিস্ট্রিতে...

কঙ্গনা রানাওয়াত

By

Published : Jul 2, 2019, 9:06 PM IST

মুম্বই : বহু প্রতীক্ষার পর মুক্তি পেল 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র ট্রেলার। নামের সঙ্গে তাল মিলিয়ে ছবির ট্রেলারও বেশ নতুনত্বের স্বাদ দিল দর্শককে।

এখানে কঙ্গনাকে শুরু থেকেই তথাকথিত 'অস্বাভাবিক' ভাবে দেখানো হয়েছে। 'স্বাভাবিক' কেশব অর্থাৎ রাজকুমারকে দেখলে সে চমকে যায়। কিন্তু, কেশবও খুব একটা সাধারণ বা স্বাভাবিক নয়। তার জীবনেও রয়েছে অনেক স্তর।

এরপর দু'জনে জড়িয়ে পড়ল একটা খুনের মামলায়। দু'জনই দু'জনকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়। এদিকে পুলিশের প্রাণ ওষ্ঠাগত এই দুই 'অস্বাভাবিক' মানুষের জ্বালায়।

২ মিনিট ৩৭ সেকেন্ডের এই ট্রেলার মন কাড়বেই দর্শকের। দেখে নিন...

ABOUT THE AUTHOR

...view details