মুম্বই : মুম্বই এখন ভাষছে বৃষ্টিতে। বিপর্যস্ত হচ্ছে জনজীবন, থেমে যাচ্ছে শহরের গতিময়তা। আর আজই ট্রেলার মুক্তি পেতে চলেছে 'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির। তবে দু'বার দু'জায়গায় মুক্তি পাবে এই ট্রেলার। কারণ মুম্বইয়ের বৃষ্টি।
আপাতত দিল্লিতে রয়েছেন রাজকুমার রাও। সেখানে একটি ছবির শুটিংয়ে ব্য়স্ত তিনি। 'জাজমেন্টাল হ্যায় কেয়া' ছবির অন্যতম মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। ছবিটির ট্রেলার লঞ্চ উপলক্ষ্য়ে মুম্বইতে ফেরার কথা ছিল রাজকুমারের। তবে মুম্বইয়ের বৃষ্টি তাঁকে শহরে ফিরতে দিল না। তাই মুম্বইয়ের সঙ্গে দিল্লিতেও হবে ছবির ট্রেলার লঞ্চ।