পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সুশান্ত মামলা : স্টেটমেন্ট রেকর্ড করতে বান্দ্রা পুলিশ স্টেশনে রাজীব মসন্দ - রাজীব মসন্দের খবর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় নাম জড়িয়েছিল জার্নালিস্ট ও ফিল্ম ক্রিটিক রাজীব মসন্দের । আজ তাঁকে তলব করে মুম্বই পুলিশ । নিজের স্টেটমেন্ট রেকর্ড করতে বান্দ্রা পুলিশ স্টেশনে পৌঁছলেন রাজীব ।

Rajeev Masand sushant singh rajput death
Rajeev Masand sushant singh rajput death

By

Published : Jul 21, 2020, 3:03 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ইন্ডাস্ট্রির একের পর এক প্রভাবশালী ব্যক্তিত্বকে তলব করছে মুম্বই পুলিশ । আজ ডাকা হল স্বনামধন্য জার্নালিস্ট ও ফিল্ম ক্রিটিক রাজীব মসন্দকে ।

খুব অল্প সময়ের জন্য রাজীবকে ক্যামেরাবন্দী করা গেল । মাস্ক পরিহিত রাজীব তাড়াতাড়ি ঢুকে গেলেন ভিতরে ।

দেখে নিন ভিডিয়ো...

বান্দ্রা পুলিশ স্টেশনে রাজীব মসন্দ

সুশান্তের মৃত্যুর কারণ হিসেবে দায়ি করা হচ্ছে তাঁর মানসিক অবসাদকে । ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিত্বরা নাকি দিনের পর দিন মানসিক নির্যাতন করেছেন সুশান্তের উপর । আর সেই জন্য চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন অভিনেতা, অভিযোগ এমনই । সুশান্তের অবসাদের পিছনে কি রাজীবের কোনও হাত আছে ? খতিয়ে দেখছে পুলিশ ।

রাজীব মসন্দ ছাড়াও সঞ্জয়লীলা বনসালী, প্রযোজক আদিত্য চোপড়া, সুশান্তের বন্ধু সন্দীপ সিং, বান্ধবী রিয়া চক্রবর্তী সহ 36 জনকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ । তবে এখনও কোনও সুরাহা হয়নি তাঁর মৃত্যু মামলায় ।

ABOUT THE AUTHOR

...view details