পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কোরোনাকে সতর্ক করলেন জনি লিভার ! - johnny lever video

কোরোনা নিয়ে আগে ফ্যানদের সতর্ক করেছেন অনেক তারকাই । এই সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত তাও বলে দিয়েছেন তাঁরা । কিন্তু, এবার আর ফ্যানদের নয় । টুইটারে পোস্ট করা একটি ভিডিয়োতে কোরোনাকেই সতর্ক করলেন জনি লিভার ।

df
df

By

Published : Apr 11, 2020, 12:54 PM IST

মুম্বই : কোরোনা আতঙ্ক গ্রাস করেছে দেশবাসীকে । সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতিতে ইতিমধ্যেই ফ্যানদের কোরোনা ভাইরাস নিয়ে সতর্ক করেছেন একাধিক তারকা । আর এবার সেই তালিকায় যুক্ত হলেন কমেডিয়ান জনি লিভার । তবে ফ্যানদের নয়, কার্যত কোরোনাকেই সতর্ক করলেন । একেবারে মজার ছলেই একটি ভিডিয়ো পোস্ট করে এই পরিস্থিতির মধ্যে পরিবেশটাকে একটু হালকা করে দিলেন তিনি ।

সম্প্রতি টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন জনি । সেখানে নিজস্ব ভঙ্গিতেই কার্যত কোরোনাকেই সতর্ক করলেন তিনি । বলেন, "কোরোনা...কোরোনা এবার তোর কান্না শুরু হয়ে যাবে । কারণ তুই এমনভাবে পালাবি । জলও চাইতে পারবি না ।" এরপর গানের সুরেও কোরোনাকে সতর্ক করেন তিনি । বলেন, ভারতে ঢুকে খুব বড় ভুল করে ফেলেছে কোরোনা । পাশাপাশি তিনি এও বলেন, "ঘরে বসে ভারতীয়রা তোকে দেশ থেকে দূর করে দেবে ।" আর এভাবেই মজার ছলে একটু অন্যভাবে দেশবাসীকে ঘরে থাকার বার্তাও দেন তিনি ।

ভিডিয়োর ক্যাপশনে লেখেন, "কোরোনা সতর্ক থাকো...।" তার সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, "#হাম হিন্দুস্তানি #ইন্ডিয়া ফাইটস কোরোনা #ঘর ব্যাঠো ইন্ডিয়া #COVID-19"।

ভিডিয়ো শেয়ারের সঙ্গে সঙ্গে তাতে কমেন্ট করেন ফ্যানরা । এই ধরনের ভিডিয়ো দেখে খুশি অনেকেই । কারণ এর আগে ফ্যানদের সতর্ক করেছেন প্রায় সব তারকাই । কিন্তু, জনি লিভারই প্রথম যিনি সতর্ক করলেন খোদ কোরোনাকেই ।

ABOUT THE AUTHOR

...view details