পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে 'সত্যমেব জয়তে 2'-র শুটিং - John in Satyamev Jayate 2

শুটিংয়ের অনুমতি পাওয়ার পর ইতিমধ্যেই শুরু হয়েছে 'সত্যমেব জয়তে 2'-র কাজ । আর সেই কথা টুইট করে জানান পরিচালক মিলাপ জ়াভেরি ।

zdf
zdf

By

Published : Jun 17, 2020, 10:15 AM IST

মুম্বই : জন আব্রাহামের পরবর্তী ছবি 'সত্যমেব জয়তে 2'। লকডাউনের জেরে বন্ধ ছিল ছবির কাজ । তবে সরকারের তরফে শুটিংয়ের অনুমতি পাওয়ার পর ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির কাজ ।

সম্প্রতি জন আব্রাহামের সঙ্গে তোলা দুটি ছবি টুইটারে পোস্ট করেন পরিচালক মিলাপ জ়াভেরি । একটি ছবিতে জনের সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে । আর অন্যটিতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ় দিচ্ছেন তাঁরা ।

ছবির ক্যাপশনে লেখেন, "তিন মাস পর আমার হিরো, আমার রাম, আমার জন আব্রাহামের সঙ্গে দেখা হল ।" খুব তাড়াতাড়ি যে ছবির শুটিং হতে চলেছে সেই কথাই পরিচালক স্পষ্ট করেছেন নিজের টুইটে ।

গত বছরই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছিলেন জন । সেখানে তাঁর বুকে আঁকা ছিল দেশের জাতীয় পতাকা । আর তাঁর চোখে মুখে প্রকাশ পাচ্ছিল রাগ । এ বছরের 2 অক্টোবর অর্থাৎ গান্ধি জয়ন্তীর দিনই মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে পিছিয়ে যায় ছবির শুটিং । তাই ওই সময় ছবিটি আদৌ মুক্তি পাবে কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে ।

তবে এই ছবি ছাড়াও একাধিক ছবি রয়েছে জনের হাতে । সঞ্জয় গুপ্তার 'মুম্বই সাগা'-তে অভিনয় করছেন তিনি । সেখানে জ্যাকি শ্রফ, ইমরান হাসমি, সুনীল শেট্টি ও কাজল আগরওয়ালের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন । অন্যদিকে জ্যাকলিন ফার্নান্ডেজ় ও রকুল প্রীতের সঙ্গে 'অ্যাটাক' ছবিতে অভিনয় করবেন জন ।

ABOUT THE AUTHOR

...view details