পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'সত্যমেব জয়তে 2'-তে একাধিক চরিত্রে অভিনয় করবেন জন ? - Satyameva Jayate 2

এই ছবিতে আদৌ জনকে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে কি না সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানাননি নির্মাতা ।

্িু
্িু

By

Published : Feb 11, 2020, 9:30 AM IST

মুম্বই : জন আব্রাহামের পরবর্তী ছবি 'সত্যমেব জয়তে 2'। শোনা যাচ্ছে, সেখানে নাকি তিনটি চরিত্রে দেখা যাবে তাঁকে । যদিও এনিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি ।

'সত্যমেব জয়তে 2' পরিচালনা করছেন মিলাপ জ়াভেরি । কয়েক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে সেখানে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে জনকে । তবে সে বিষয়ে নিশ্চিতভাবে নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি । ছবির প্রচারের জন্য একটা গুজব তোলা হয়েছিল বলে অনুমান করছেন অনকেই ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জন বলেন, "এই ছবি 'সত্যমেব জয়তে'-র থেকে একেবারেই আলাদা । 2018 সালে মুক্তি পাওয়া ওই ছবি তৈরি করা হয়েছিল সবার জন্য । কিন্তু, সিকুয়েলটি বিশেষ কিছু দর্শকদের জন্য তৈরি করা হচ্ছে ।"

তাহলে কি সিকুয়েলে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে জনকে । এ প্রসঙ্গে অভিনেতা বলেন, "মিলাপ এখনও চরিত্রগুলি নিয়ে কাজ করছে । আমার মতো আরও একটি চরিত্র হয়তো ওর ভালো নাও লাগতে পারে । এটা নিয়ে এখনও একাধিক আলোচনা চলছে । তাই আমাকে এক বা তার বেশি চরিত্রে দেখা যেতে পারে আবার নাও দেখা যেতে পারে ।"

সব ঠিক থাকলে 2 অক্টোবর মুক্তি পাবে 'সত্যমেব জয়তে 2'।

এই ছবি ছাড়াও একাধিক ছবি রয়েছে জনের হাতে । সঞ্জয় গুপ্তার 'মুম্বই সাগা'-তে অভিনয় করছেন তিনি । সেখানে জ্যাকি শ্রফ, ইমরান হাসমি, সুনীল শেট্টি ও কাজল আগরওয়ালের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন । অন্যদিকে জ্যাকলিন ফার্নান্ডেজ় ও রকুল প্রীতের সঙ্গে 'অ্যাটাক' ছবিতে অভিনয় করবেন জন ।

ABOUT THE AUTHOR

...view details